BTF: বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা শুরু ১৬ জুন

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৩, ২০২৪ at ২১:০৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ জুন: আগামী রবিবার ১৬ জুন কলকাতায় শুরু হতে চলেছে বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই পর্যটন মেলা চলবে ১৯ জুন পর্যন্ত। অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গল এর আয়োজন করছে। বেঙ্গল ট্যুরিজম ফেস্ট নামে বাংলার এই সর্ববৃহৎ পর্যটন মেলা এবার নিয়ে আটবার অনুষ্ঠিত হতে চলেছে। কোনও প্রবেশ মূল্য নেই।

এটিএসপিবি-র সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্য সংবাদ প্রভাকর টাইমস-কে জানান, আটতম এই পর্যটন মেলা তারা আয়োজন করছে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এবার এই পর্যটন মেলায় ১২০টি স্টল থাকছে। সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ ডিএমসি-র ব্যবস্থাপনায় দেশ-বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড তাদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে। থাকছে একাধিক রাজ্য পর্যটন।

এবার পর্যটন মেলার উদ্বোধনে উপস্থিত থাকার কথা প্রখ্যাত ফুটবলার গৌতম সরকার, ইন্ডিয়া ট্যুরিজম-এর রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ-এর। মেলা চলবে ১৬, ১৭, ১৮ ও ১৯ জুন পর্যন্ত। ১৬ তারিখ মেলার উদ্বোধন হবে। এরপর ১৭ তারিখ থেকে প্রতিদিন নেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। স্বরূপবাবু এই তথ্য দেওয়ার পাশাপাশি আরও জানিয়েছেন যে এবারও পর্যটন মেলায় ভ্রমণপ্রেমী দর্শকদের জন্য লাকি ড্র-এর আয়োজন করা হয়েছে। প্রতি ঘণ্টায় এই লটারিতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

প্রতি বছরই এটিএসপিবি এই পর্যটন মেলার আয়োজন করে আসছে। ইতিমধ্যে পর্যটনপ্রেমী মানুষের কাছে এই পর্যটন মেলা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। দেশের নানা প্রান্ত থেকেই একাধিক ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল ব্যবসায়ী, এয়ারলাইন এজেন্ট্রা এখানে তাদের পসরা নিয়ে আসেন। পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য নিজেদের ভ্রমণের পরিকল্পনাও এই পর্যটন মেলা থেকে করে নেওয়ার দারুন সুযোগ থাকছে। থাকছে লোভনীয় অফারও।

এটিএসপিবি-র সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্য এসপিটি-কে জানান, এই পর্যটন মেলা ইতিমধ্যে বাংলার মানুষের নজর কেড়েছে। স্কলের মন জয় করে নিয়েছে। এখানে একাধিক ট্রাভেল ফেয়ার হলেও বাঙালি পর্যটকরা এখানে এসে তাদের নিজস্বতা খুঁজে পায়। গত সাতটি পর্যটন মেলায় তার প্রমাণ আমরা পেয়েছি। এখানে এসে পর্যটন প্রেমী দর্শকরা তাদের পছন্দের ভ্রমণের জায়গা বেছে নিতে পারবেন অনায়াসে। সেই সঙ্গে পাবেন লভনীয় অফার ও ছাড়। তাছাড়া একই সঙ্গে তারা নিজেদের প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত তথ্যও পেয়ে যাবেন। সব দিক দিয়ে দেখতে গেলে একটা সম্পূর্ণ পর্যটন মেলা ঘুরে দেখার সুযোগ পেতে চলেছে ভ্রমণপ্রেমীরা। আমরা সকলকেই এখানে আমন্ত্রণ জানাচ্ছি। (ফাইল ফটো)

Published on: জুন ১৩, ২০২৪ at ২১:০৯


শেয়ার করুন