বাগডুবি গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর বিজেপি বিরোধী জোটের প্রক্রিয়ার বিরুদ্ধেই তোপ দেগে বসলেন অধীর চৌধুরী

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২৩, ২০১৮ @ ২৩:৫৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৩ মেঃ তাঁর দলের সুপ্রিমো রাহুল গান্ধী ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী যখন বিজেপি বিরোধী জোট গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন ঠিক তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক উলটো পথেই হাঁটলেন। মুখ্যমন্ত্রীর কর্ণাটক সফরকে কটাক্ষই শুধু নয় তাঁর জোট গড়ার প্রক্রিয়ারও তীব্র সমালোচনা করলেন। বাগডুবি গ্রামে জুতোর মালা পরিয়ে কান ধরে ওঠবোস করানো সেই মহিলাকে আশ্বস্ত করতে করতে এসে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন অধীর।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , বাংলার মুখ্যমন্ত্রী সুবিধাবাদী জোটে বিশ্বাস করেন।  উনি গণত্রন্ত্র মানেন না।  উনি স্বৈরতন্ত্রে বিশ্বাসী।  উনি কর্নাটকে গিয়ে জোটের কথা বলে গণত্রন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। আর এখানে বাংলায় মহিলারা নির্যাতিতা হচ্ছেন। এটা ওনার দ্বিচারিতা।

অধীর বাবু নির্যাতিতা মহিলা কবিতা দাসকে বলেন , তিনি চাইলে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনে তিনি তাঁকে নিয়ে যাবেন। এই মধ্যযুগীয় বর্বরতা মানা যায় না।  এটা রবীন্দ্রনাথ, রামমোহনের বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে।  সমগ্র নারী সমাজকে অপমানিত করা হয়েছে। এরজন্য যতদূর যেতে হয় তিনি যাবেন। নির্যাতিতা মহিলা কবিতা দাস দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

Published on: মে ২৩, ২০১৮ @ ২৩:৫৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 + = 55