Published on: মে ২, ২০১৯ @ ২৩:২৬
এসপিটি নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ‘ফণি’ পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের থেকে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে ধাবিত হয়েছে। কলকাতা থেকে সেটি ৭১০ কিলোমিটার দূরে, পুরী থেকে ৩২০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে এবং দীঘা থেকে ৬১০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল।
এই ফণি আগামিকাল ৩রা মে দুপুরে উত্তর-উওত্ত্রপূর্ব উপকূলে এবং উড়িষ্যার উপকূল গোপালপুর এবং চাঁদবালি এমনকী পুরীতে আঁছড়ে পড়তে চলেছে, যার গতিবেগ ঘণ্টায় ১৭০-১৮০ কিলোমিটার থেকে বেড়ে ২০০কিলোমিটার হবে। এতে ভূমিধসেরও সৃষ্টি হবে। এটি এদিন বিকেল পর্যন্ত স্থায়ী থাকবে।
পশ্চিমবঙ্গে এই ফণি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে বইবে, যা বাড়বে সর্বোচ্চ ঘন্টায় ১১৫ কিলোমিটার বেগে। এটি উত্তর-উত্তরপূর্ব দিক ধরে বাংলাদেশের ভিতর ঢুকে যাবে আগামী ৪ঠা মে সন্ধ্যায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে।
ভারী বর্ষণ পশ্চিমবঙ্গের যেসব এলাকায়
আগামিকাল ৩রা মে – ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাত হবে এক অথবা দু’টি জায়গায়-গোটা কলকাতা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও হবে ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায়। এছাড়াও ভারী ধরনের বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।
৪ঠা মে- ভারী ধরনের বৃষ্টিপাত হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম্ পুরুলিয়াম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে।
হাওয়ার সতর্কতা
২ তারিখ সন্ধ্যা থেকেই বাতাসে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার থেকে ৬০ কিমি বেগে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আছড়ে পড়েছে।
৩রা মে এই গতিবেগ ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টায় বেড়ে সেটা ৮৫কিলোমিটার বেগে বইতে থাকবে। একইভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই হাওয়া বইতে থাকবে।
৩ তারিখ মধ্যরাত থেকে ৪ তারিখ সকালের মধ্যে এটি ঘন্টায় ৬০-৭০ কিমি থেকে ৮০ কিমি বেগে বইতে থাকবে। এরপর সেটি ১২ঘণ্টার পর থেকে তান্ডব কমতে শুরু করবে।
সমুদ্রে সতর্কতা
২ থেকে ৪ মে পর্যন্ত সমুদ্রে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ থাকবে। এজন্য সমস্ত মৎস্যজীবীকে এই সময় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
Published on: মে ২, ২০১৯ @ ২৩:২৬