ভয়াবহ ঘূর্ণীঝড় ‘ফণী’র প্রভাব পড়তে শুরু করেছে উড়িষ্যা লাগোয়া দুই মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায়

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

Published on: মে ৩, ২০১৯ @ ১৫:১৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৩ মে: আজ সকাল আটটা নাগাদ উড়িষ্যার পুরীতে আঁছড়ে পড়েছে ভয়াবহ ঘূর্ণীঝড় ‘ফণী’। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে ছুটে আসে এই ভয়াবহ বিপজ্জনক ঘূর্ণীঝড়। ইন্টারনেট পরিষবা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এর প্রভাব পড়েছে উড়িষ্যা লাগোয়া আমাদের পশ্চিমবঙ্গের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। প্রশাসন সতর্কতা মূলক ব্যবস্থা আগে থেকেই নিয়ে রেখেছে। আগামী ৭২ ঘণ্টা পর্যটকদের উড়িষয়া উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে। ৫ই মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রের পাশাপাশি নদীতেও মাছ ধরতে নিষেধ করা হয়েছে। এসে পৌঁছেছে ন্যাশনাল দিজাস্টার রেসপন্স ফোরর বা এনডিআরএফ।

প্রস্তুত এনডিআরএফ

ইতিমধ্যেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে এসে পৌঁছেছে এন্ডিআরএফ-২ নম্বর ব্যাটেলিয়নের দল। যে দলে নারায়নগড়ের ৩০জন। এনডিআরএফ দলের শীর্ষ কর্তা রাজেশ সিং যাদব জানিয়েছেন, “কলকাতার  এনডিআরএফ-এর ২ নম্বর ব্যাটেলিয়নের দল আমরা। আঁছড়ে পড়া ‘ফণী’র দুর্যোগের মোকাবিলা করতেই আমাদের এখানে আসা। যতদিন না এই দুর্যোগ কাটছে ততদিন আমাদের এই দলটি নারায়নগড় ব্লক সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে কাজ করে যাবে।”

এই ট্রেনগুলি বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল

এই দুর্যোগের ফলে দক্ষিণ-পূর্ব রেল যে ট্রেনগুলি বাতিল করেছে সেগুলির মধ্যে রয়েছে- করমন্ডল এক্সপ্রেস, চেন্নাই-সাঁতরাগাছি এসি এক্সপ্রেস, ইস্টকোস্ট এক্সপ্রেস, যশবন্তপুর দূরন্ত এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ শালিমার উইকলি এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, ভাস্কো দা গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস, যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস, ভুবনেশ্বর-রৌরকেল্লা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, পুরী-হাওড়া জগন্নাথ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।

Published on: মে ৩, ২০১৯ @ ১৫:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 71 = 81