Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ২০:৪৭
এসপিটি নিউজ ডেস্কঃ সোমবার সকালের প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হল রাজ্যের বিস্তীর্ণ এলাকা। বজ্রাঘাতে মৃত্যু হল মোট ১১জনের। এক ঘণ্টার এই ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।বহু জায়গায় মানুষের অস্থায়ী ঘর-বাড়ি ভেঙে গেছে। হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় এদিন ঝড়-বৃষ্টির সঙ্গে শিলা-বৃষ্টি হয়।
মুর্শিদাবাদ জেলার ডোমকল, হরিহরপাড়া ও দৌলতাবাদে ঝড়-বৃষ্টিতে তিনজনের মৃত্যু হয়েছে। নদিয়ার তেহট্ট, মুরুটিয়া ও কালীগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হুগ্লিতে মারা গেছে ১ জন।
এদিনের ঝড়ে আমের ফলনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমচাষীরা উদ্বেগ প্রকাশ করেছে। বহু জায়গায় অস্থায় ঘর ভেঙে পড়েছে।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও মিলেছে।
ছবি-স্কাইমেট ওয়েদার
Published on: এপ্রি ৩০, ২০১৮ @ ২০:৪৭