প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন বললেন টিএমসি-র ফুল ফর্ম কি জানেন! ‘ তুষ্টিকরণ মাফিয়া কর্পোরেশন ‘

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ০৭:২৯

এসপিটি নিউজ, খড়্গপুর , ২৫ এপ্রিল:  পশ্চিমবঙ্গে দলের প্রচারে আসা বিজেপি-র নেতা-মন্ত্রীদের আক্রমণের লক্ষ্য একটি দল-তৃণমূল কংগ্রেস, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সর্বভারতীয় ক্ষেত্রে তাদের প্রধান বিরোধী কংগ্রেস হলেও এ রাজ্যে তাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে বুধবার খড়গপুরে নির্বাচনী সভা করতে এসে সেটাই বুঝিয়ে দিয়ে গেলেন প্রতিরক্ষামন্ত্রী বিজেপি নেত্রী নির্মলা সীতারমন।তৃণমূলকে আক্রমন করে তিনি নিজের মতো করে বললেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি-র ফুল ফর্ম- ‘তুষ্টিকরণ মাফিয়া কর্পোরেশন’।

তৃণমূলকে সিন্ডিকেট মোর্চার সঙ্গে তুলনা করেন প্রতিরক্ষামন্ত্রী

1) এখানেই থেমে থাকেননি সীতারমন। এরপর তিনি তৃণমূলকে সিন্ডিকেট মোর্চার সঙ্গে তুলনা করেন। বলেন , “এই রাজ্যে সবকিছুতেই তৃণমূলের সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়।  নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকেও বাড়ি মেরামতের জন্য সিন্ডিকেটের ট্যাক্স দিতে হয়।  নারদা , সারদা আর সিন্ডিকেট নিয়ে নাজেহাল এখানকার মানুষ। ”

দেশে অশান্তির মূলে বিরোধীরাই সেই তোপ দেগে তিনি বলেন-” ২০১৪ সালের পর থেকে দেশে আচ্ছে সরকার এসেছে। দেশের মধ্যেই অস্থিরতা , অশান্তির আবহ তৈরি করার জন্য তৃণমূল সহ বিরোধী দলগুলিকে দোষারোপ করে বলেন,  জম্মু কখনো কখনো অশান্ত হয়ে উঠছে। আর বিরোধীরা এমন করছেন যাতে সারা দেশ অশান্ত হয়ে উঠছে। পুলমাওয়ার হামলার বদলা নিতে সীমান্তের ওপারে গিয়ে জঙ্গিদের আঁতুর ঘর ধ্বংস করা হয়েছে।”

কেন্দ্রের প্রকল্প কার্যকর করতে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, অভিযোগ সীতারমনের

2) কেন্দ্রের প্রকল্প কার্যকর করতে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। এই অভিযোগ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন-“এই রাজ্যে কেন্দ্রের সরকারি কোনও প্রকল্পকে চালু করতে দেওয়া হয় না। কিষান ক্রেডিট কার্ড , আয়ুষ্মান প্রকল্পের মতো সামাজিক প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল সরকার। এখানকার সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের বেতন পান না। পঞ্চম পে-কমিশনের বেতন দেওয়া হয়। ”

নেতারা ভুল শুধরে দিলেও শুনলেন না সীতারমন

3) এদিনের সভায় দাঁড়িয়ে একটি ছোট্ট ভুল বলে ফেলেন প্রতিরক্ষামন্ত্রী সীতারমন। কেশিয়াড়িতে পঞ্চায়েত ভোটে বিজেপি জয়ী হলেও তারা বোর্ড গড়তে পারেনি। সেই প্রসঙ্গ তুলতে গিয়ে সীতারমন কেশিয়াড়ির জায়গায় মেদিনীপুরের নাম বলে ফেলেন। বলতে থাকেন- “মেদিনীপুরের পঞ্চায়েত বোর্ডে বিজেপি জয়ী হলেও তৃণমূল সরকার বোর্ড গঠন করতে দিচ্ছে না। গণতন্ত্রে এটা শোভা পায় না।” মঞ্চে উপস্থিত প্রার্থী দিলীপ ঘোষ অন্যান্য নেতারা তাঁকে ভুল শুধরে দিতে চাইলেও তিনি তাতে কর্ণপাত না করে সমানে একই ভুল করে যান।এই সময় বিজেপি নেতাদের বেশ আস্বস্তিতে পড়তে দেখা যায়।

Published on: এপ্রি ২৫, ২০১৯ @ ০৭:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 − = 83