চতুর্থ দফার ভোটে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার ইঙ্গিত দিয়ে গেলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা– পরিতোষ সাহা ও বাপ্পা মন্ডল

Published on: এপ্রি ২৪, ২০১৯ @ ২৩:৩৯

এসপিটি নিউজ, সিউড়ি ও ঝাড়গ্রাম, ২৪ এপ্রিল:  তৃতীয় দফার ভোটে রাজ্যে একজনের মৃত্যু হয়ে যাওয়ায় প্রশাসন ও নির্বাচনী কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে আগেভাগেই প্রশাসনিক ব্যবস্থা আরও জোরদার করছে নির্বাচনী কমিশন। সেই মতো তারা বুধবার বৈঠক করেন বীরভূম জেলা প্রশাসন ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সঙ্গে। চতুর্থ দফায় রাজ্যে এবার মোট আটটি কেন্দ্রে ভোট হবে। এদিন বৈঠক সেরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক জানিয়ে গেলেন ব্যবস্থা এবার আরও মজবুত করা হচ্ছে।

বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের শেষে ফেরার পথে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক বলেন- তিনি বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন চতুর্থ দফায় বীরভূম জেলার দু’টি লোকসভা কেন্দ্র নিয়ে। সেখানে একাধিক অভিযোগ জমা পড়েছে। তবে জেলা প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাতে তিনি খুশি। কমিশন সমস্ত দিকে নজর রাখছে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন যে চতুর্থ দফার ভোটে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

পাশাপাশি জঙ্গলমহলের জাহড়গ্রাম জেলার প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখে যান কমিশনের নিশেষ পুলিশ পর্যবেক্ষক প্রমোদ কুমার তেওয়ারি। তিনি এদিন জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক সারেন। একই সঙ্গে তিনি এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বেলপাহাড়ির কাকড়াঝোড় এবং বেশ কিছু এলাকা ঘুরে দেখেন।

বিশেষ পুলিশ পর্যবেক্ষক প্রমোদ কুমার তিওয়ারি সম্মেলন করে জানান, “যাতে সুষ্ঠু এবং শৃঙ্খলার সঙ্গে ভোট করানো যায় তার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে, তার জন্যই আমি সমস্ত জায়গা ঘুরে দেখে গেলাম।”

Published on: এপ্রি ২৪, ২০১৯ @ ২৩:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =