মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম আবির্ভাব উপলক্ষ্যে চলছে এক মাসের অনুষ্ঠান, শুরু দোল উৎসব

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৫, ২০২৩ @ ২৩:৩১

এসপিটি নিউজ: শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম আবির্ভাব উপলক্ষে ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে এক মাস ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয়েছে ৭ ফেব্রুয়ারি ২০২৩। চলবে ৯ মার্চ পর্যন্ত। এই অনুষ্ঠান চলার মধ্যে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন- এক মাস ধরে যে সমস্ত অনুষ্ঠানগুলি আয়োজিত হচ্ছে তার মধ্যে বিশেষজ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নব্দ্বীপ মণ্ডল পরিক্রমা (৭২ কিমি), বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, বিভিন্নভাষায় ভাগবত পাঠ, সেমিনার, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের দ্বারা বিভিন্নভাষায় ভজন-কীর্তন, মনোমুগ্ধকর নাটক, সঙ্গিত, দৃষ্টী নন্দন প্রদর্শনী, গঙ্গা পুজা, রাধামাধবকে হাতির পিঠে চাপিয়ে মন্দির চত্বর পরিক্রমা, বিনামূল্যে প্রসাদ বিতরণ ইত্যাদি।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ। মায়াপুর মন্দির চত্বর ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। সর্বত্র উরিলক্ষিত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ১০০টি দেশের ৫ হাজার বিদেশি ভক্তের এই উৎসবে উপস্থিত থাকার সম্ভাবনা। ১৫ হাজার ভক্ত এই পরিক্রমায় অংশ নেওয়ার কথা। জানালেন জনসংযোগ আধিকারিক।

তিনি বলছিলেন- কৃষ্ণ নামে এবং কৃষ্ণ প্রেমে মায়াপুর এখন মুখরিত। দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তের সমাগমে মায়াপুর এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ৭ মার্চ ২০২৩ শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। ওইদিন বসন্ত উৎসব। দোল পূর্ণিমা। সর্বত্র রং এবং আবিরের ছড়াছড়ি। কিন্তু ইসকন মন্দিরে রং এবং আবিরের খেলা হয় না। বাহ্যিক রং এ না রাঙিয়ে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য চলে সাধনা। সন্ধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময়ে দেওয়া হবে পুষ্পাঞ্জলি এবং প্রার্থণা করা হবে বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য।

জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছে- কীর্তন মেলা চলবে ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলবে ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সাত দিন ধরে। ৪ মার্চ শনিবার বাবলা শান্তিপুরে মাধবেন্দ্র পুরীপাদের স্মরণ উৎসব।

Published on: ফেব্রু ১৫, ২০২৩ @ ২৩:৩১


শেয়ার করুন