সংবাদদাতা- বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: এপ্রি ৮, ২০১৯ @ ২০:১৫
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৮ এপ্রিলঃ প্রচারে বেরিয়ে মনীষিদের মূর্তিতে মালা পরিয়ে আর মন্দিরে গিয়ে প্রণাম করেন। ভোটারদের বাড়িতে গিয়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুঁইয়া।
বিজেপিকে আক্রমণ করে মানস বলেন-“মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। যারা ধর্মের নামে, জাতপাত নিয়ে রাজনীতি করতে চাইছে, দেশকে বিভাজন করতে চাইছে সেই বিজেপিকে প্রত্যাখ্যান করুন।”
তিনি বলেন- “আপনারা আমাকে ভোট দেবেন না দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইছি। আমাকে আশীর্বাদ করলে মমতা বন্দ্যোপাধায়ের হাত শক্ত হবে।”
Published on: এপ্রি ৮, ২০১৯ @ ২০:১৫