Published on: নভে ১৮, ২০২৪ at ১০:০১
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৮ নভেম্বর: আগামী ২৭ নভেম্বর থেকে কলকাতায় রয়্যাল থাই কন্স্যুলেট-জেনারেলের অফিস নতুন ঠিকানায় স্থানান্তর হতে চলেছে। এজন্য আগামী ২১- ২৬ নভেম্বর পর্যন্ত অফিসের কাজ সাময়িক বন্ধ থাকবে। কলকাতায় রয়্যাল থাই কন্স্যুলেট-জেনারেলের অফিস থেকে এই খর জানানো হয়েছে। সেই সঙ্গে তারা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করেছে।
গত ১৫ নভেম্বর, ২০২৪ তারিখে কলকাতায় রয়্যাল থাই কন্স্যুলেট-জেনারেলের অফিস থেকে এক ঘোষণা মারফত জানানো হয়েছে যে আগামী ২৭ নভেম্বর থেকে কলকাতায় রয়্যাল থাই কন্স্যুলেট-জেনারেলের অফিস নতুন ঠিকানায় স্থানান্তর হতে চলেছে। নতুন অফিসের ঠিকানা- ইউনিট২০/২, ১৯ তলা অ্যাক্রোপোলিস বিজনেস টাওয়ারস, ১৮৫৮/১ রাজডাঙা মেইন রোড, কল্কাতা-৭০০১০৭, টেলিফোন-০৩৩-২৪৪০-৭৮৩৬, ইমেল- thaiconsulate.ccu@mfa.go.th
দেওয়া হয়েছে এক গুরুত্বপুর্ণ নির্দেশিকাও। সেখানে তারা জানিয়েছে- “অনুগ্রহ করে পরামর্শ দেওয়া হবে যে নতুন সিস্টেমগুলি স্থানান্তর এবং ইনস্টলেশনের কারণে, কনস্যুলেট-জেনারেলের চ্যান্সারি উপরে ২১-২৬ নভেম্বরের মধ্যে সাময়িকভাবে বন্ধ থাকবে। 27 নভেম্বর 2024 বুধবার থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।“
আরও বলা হয়েছে – “যেসব ভ্রমণকারীর ভিসার প্রয়োজন তাদের অনুগ্রহ করে পূর্বের পরিকল্পনা করার এবং অনুমোদিত ভিসা প্রসেসিং এজেন্টদের মাধ্যমে তাদের আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভিসা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য, অনুগ্রহ করে ইমেলের মাধ্যমে কনস্যুলেট-জেনারেলের ভিসা বিভাগে যোগাযোগ করুন: thaivisa.ccu@gmail.com।
ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন, এখন তো নিউটাউন এলাকা নতুন কলকাতা হিসাবে পরিচিত হয়ে উঠছে। সেখানে ইতিমধ্যে সমস্ত বড় বড় অফিসই স্থান্তর হয়েছে। এবার রয়্যাল থাই কন্স্যুলেট-জেনারেলের অফিসও শুরু করতে চলেছে তাদের কাজকর্ম। আশা করব, এটা সকলের পক্ষেই ভাল হবে। মাত্র কয়েকটি দিন তারা অফিস সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে খুব বেশি অসুবিধা হবে না। তার জন্য তো আগে থেকেই তারা জানিয়ে দিয়েছে।
Published on: নভে ১৮, ২০২৪ at ১০:০১