
-
আগামী ১২ই জুন মহাধিক্কার মিছিল বের করবে বিজেপি।
-
কেন্দ্রের ‘অ্যাডভাইসারি নোট’ -এ রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
-
এই অ্যাডভাইসারি সম্পূর্ণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Published on: জুন ৯, ২০১৯ @ ২২:৫৩
এসপিটি নিউজ, নয়া দিল্লি, ৯জুন: বসিরহাটের পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। পুলিশ কড়া হাতে তা নিয়ন্ত্রণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। গত কাল সংঘর্ষে ২ বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মীর হত্যার ঘটনকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার ন্যাজাট এলাকা। আজ ২ বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে কলকাতায় আসার পথে মাঝ রাস্তায় তা আটকে দেয় মিনাখাঁ থানার পুলিশ। এর প্রতিবাদে বিজেপি আগামিকাল রাজ্যজুড়ে কালাদিবস পালনের পাশাপাশি বসিরহাট মহকুমায় ১২ঘণ্টার বনধও ডেকেছে।
পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই মৃতদেহ দাহ করার হুমকি
নিহত দুই বিজেপি কর্মীর দেহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপি নেতৃত্ব।কিন্তু মিনাখাঁ থানার মালঞ্চের কাছে পুলিশের গাড়ি দিয়ে রাস্তা আটকে মৃতদেহ কলকাতায় নিয়ে যাওয়া রোধ করে দেয় পুলিশ। আর তখনই বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায় পুলিশ কর্তাদের জানিয়ে দেন, তেমন হলে তারা রাস্তাতেই মৃতদেহগুলি দাহ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা করতে হয়নি। কারণ, গাড়িতে বসে থাকা মৃতদের বাড়ির লোকজন তখন ভেঙে পড়েছিলেন।
রাজ্য নেতৃত্বের নির্দেশে মৃতদেহ সন্দেশখালিতেই দাহ করার সিদ্ধান্ত
এরই মধ্যে বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহার সঙ্গে ফোনে কথা বলেন লকেট চট্টোপাধ্যায় সহ ঘটনাস্থলে থাকা বিজেপির নেতৃত্ব। এরপর দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে মৃতদেহ শেষ পর্যন্ত সন্দেশখালিতেই দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু বিজেপি পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে। তারা জানিয়ে দেয়, আগামিকাল বসিরহাট মহকুমা জুরে ১২ ঘন্টার বনধ পালন করা হবে এবং সেই সঙ্গে সারা রাজ্যেই পালিত হবে কালাদিবস। রাহুল সিনহা জানান, এই ঘটনার ধিক্কার জানিয়ে আগামী ১২ই জুন তারা মহাধিক্কার মিছিল বের করবে। মিছিল োয়েলিংটন স্কোয়ার থেকে শুরু করে লালবাজারে পৌঁছবে।
রাজ্যকে কেন্দ্রের ‘ অ্যাডভাইসারি নোট’, কড়া বার্তা
ইতিমধ্যে বসিরহাটের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। রীতিমতো কড়া ভাষায় লেখা সি চিঠিতে রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে। সেই ‘অ্যাডভাইসারি নোট’ রয়েছে। যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে- রাজ্য শান্তি ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। সেক্ষেত্রে যে সমস্ত পুলিশ আধিকারিক ব্যর্থ তাদের সরিয়ে দেওয়া হোক।
‘ অ্যাডভাইসারি নোট’ নিয়ে রাজ্যের প্রতিক্রিয়া
আর কেন্দ্রের এই ‘অ্যাডভাইসারি নোট’কে ভাল চোখে দেখছেন না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আজ রাতে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শিক্ষামন্ত্রী তৃণমূল কংগ্রেসের মহাসচিব বলেন- “এই অ্যাডভাইসারি সম্পূর্ণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক। সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী। বাংলার একটা ঐতিহ্য আছে। আজ সেই ঐতিহ্যকে বিজেপি ভূলুন্ঠিত করার চক্রান্ত করছে। আমরা এই চক্রান্ত রুখব। এখানে এসব আমরা করতে দেব না। আর এই অ্যাডভাইসারি নোট বাংলার কাছে বেশ অপমানের।”
সব মিলিয়ে পশ্চিমবঙ্গে ভোট মিটলেও রাজনৈতিক উত্তেজনার পাওরদ এখন চরমে পৌঁছেছে।
Published on: জুন ৯, ২০১৯ @ ২২:৫৩