
Published on: জানু ২৫, ২০২১ @ ১৯:৩২
এসপিটি নিউজ, পুরশুড়া, ২৫ জানুয়ারি: রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনীতির পারদ চড়ছে। পুরশুড়ায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে রাজনীতির পারদ আরও চড়ল। এদিন মমতা সভায় দাবি করেন যে এ রাজ্যে বিজেপি এসেছে সিপিএমের সমর্থনে।
মমতা বলেন- আজকে বলছি, এই বিজেপি সিপিএমের সর্মথনে এখানে এসছে।সিপিএম আর কংগ্রেসের সমর্থনে বিজেপি এখানে এসছে। আমি কত আগে থেকে বলতাম, এরা তিন ভাই- জগাই,মাধাই,গদাই। দেখুন বড় ভাই জগাই। ছোট ভাই মাধাই। আর মেজো ভাই গদাই। ”
“ইলেকশন আসলে দেখবেন তিনটে আবার কানে কানে কথা বলে। একটা গান আছে না- চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। এরা বলে- কানে কানে কথা বলো, ভোট বাক্সে বোলো না। এই হচ্ছে এদের কাজ। আমি পরিষ্কার বলি- একটা দেশ জ্বালাও পার্টি, একটা ভারত জ্বালাও পার্টি, আর একটা সিপিএম পার্টি ৩৪ বছর অত্যাচার করেছে। লজ্জা নেই। গরিবদের ভালোবাসে না। এরা কিছু করেনি। আমরা সব করে দিয়েছি।” বলেন মমতা।
Published on: জানু ২৫, ২০২১ @ ১৯:৩২