সংবাদদাতা-বেবী সরকার
এসপিটি নিউজ, দুর্গাপুরঃ সুরক্ষিত নয় বায়ুসেনার ছাউনি।কড়া নিরাপত্তা বেষ্টনীর জাল ভেদ করে যেভাবে এক সন্দেহভাজন ঢুকে পড়ল তা নিয়ে কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে পানাগড় বায়ুসেনা কর্তাদের।শুক্রবার সন্ধ্যায় আচমকাই এক সন্দেহভাজন অতর্কিতে ঢুকে পড়ে কাঁকসা র পানাগড় বায়ুসেনা ছাউনিতে। মোবাইল ক্যামেরা বার করে তুলতে থাকে ছবিও। পরে তাকে বায়ুসেনারা কাঁকসা থানার হাতে তুলে দেয়।আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
শুক্রবার সন্ধ্যায় পানাগড় বায়ুসেনা ছাউনিরই ভিতরে এক ব্যাক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।ওই ব্যাক্তি মোবাইল ক্যামেরায় ছবিও তুলতে শুরু করে বলে সুত্রের খবর।তখনই ওই ব্যাক্তিকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। বায়ুসেনা কর্তারা প্রথমে তাকে জেরা করেন।কে ওই সন্দেহভাজন?সেনা কর্তাদের জেরায় ঐ ব্যাক্তি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। নিজের নাম বলেছে পরিতোষ দোলুই।
কিন্তু কিভাবে এই ব্যাক্তি এত কড়া নিরাপত্তাবেষ্টনি পেরিয়ে একেবারে বায়ুসেনা ছাউনির ভিতরে ঢুকে পড়ল?কিভাবে সম্ভব হল?বায়ুসেনা কর্তারা জেরার পরে এই সন্দেহভাজন ব্যাক্তিকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়।রাতেই কাঁকসা থানার পুলিশ তাকে একদফা জিজ্ঞাসাবাদ চালায়।শনিবার ধৃত পরিতোষকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।তাকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারবে কেনো সে এখানে এসেছিল।
উল্লেখ্য পানাগড় এখন পুর্বভারতের মধ্যে সবচেয়ে বড় বায়ুসেনা ছাউনি ঘোষনা করা হয়েছে।পানাগড় বায়ুসেনা ছাউনিতেই রয়েছে সুবিশাল যুদ্ধের রশদ যোগানকারী এবং যুদ্ধবিমান বহন কারী “হারকিউলিস”।এই বায়ুসেনা ছাউনির নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনি পেরিয়ে কিভাবে এই ব্যাক্তি একেবারে ভিতরে চলে গেলেন তা নিয়েও খোঁজ চলছে।