আবারও চুরি, দুর্গাপুরের বিধাননগরে দাপাচ্ছে চোরেরা- আতঙ্কিত বাসিন্দাদের প্রশ্ন, এখন আমরা কি করি?

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বেবী সরকার

এসপিটি নিউজ, দুর্গাপুর : দুর্গপুরের পুলিশকে রীতিমতো দৌড় শুরু করিয়ে ছাড়ছে চোরের দল। এখন তারা দাপিয়ে বেড়াচ্ছে স্থানীয় বিধাননগর এলাকা। যেখানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দু’টি বহুতলের দু’টি ফ্ল্যাটে চোরেরা মূল্যবান সব কিছুই নিয়ে ভেগে পড়ল। এখনও পর্যন্ত পুলিশের যা ভূমিকা তাতে এতটুকু স্বস্তি পাচ্ছেন না এলাকাবাসী। তাদের প্রশ্ন-এখন আমরা কি করি?এই আবাসনগুলিতে অত্যন্ত ধনীরা থাকলেও কেনো তারা নিজেদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসান নি তা নিয়েও প্রশ্ন উঠছে।

শুক্রবার ”বাতায়ন” এর পর শনিবার “জুপিটার”। বিধাননগর গ্রুপ হাউসিং এখন চোরেদের স্বর্গরাজ্য বললেও কিছু কম বলা হয় না । শুক্রবার “বাতায়ন” আবাসনের শিক্ষক দম্পতির ফাঁকা থাকা ফ্ল্যাটে দু:সাহসিক চুরির পর শনিবার “জুপিটার ” আবাসনে একই ভাবে চুরির ঘটনা প্রকাশ্যে চলে এল। শুক্রবার এর মত একই কায়দায় ফ্ল্যাটের সদর দরজার ইন্টারলক ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে জিনিসপত্র লুঠ কোড়ে ণীয়ে গেল চোরের দল।পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
অভিজাত বিধাননগরের এই আবাসনের তিনতলায় থাকেন শুভাশীষ রায় ও পিঙ্কি রায় । আত্মীয় বিয়োগের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য শহরের বাইরে ছিলেন তারা। শুক্রবার রাতে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা দেখেন ঘরে আলো জ্বলছ। সন্দেহ হওয়াইয় তারা গিয়ে দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে আলমারী ভাঙা, জিনিষপত্র লন্ডভন্ডণ। খবর দেওয়া হয় ওই দম্পতিকে। আজ সকালে তড়িঘড়ি বাড়ি ফিরে এসে তারা আবিষ্কার করেন, আলমারীতে থাকা নগদ ১০,০০০ টাকা সহ কিছু সোনার কানের দুল, বেশ কিছু রূপোর কয়েন উধাও।
একই দিনে পরপর দুটি আবাসনে এই দু:সাহসিক চুরির ঘটনায় আতংকিত গ্রুপ হাউজিং এর মানুষ। এর পাশাপাশি তিতিবিরক্ত নিউটাউনশীপ থানার পুলিশের ভুমিকাতেও।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে এই বিধাননগরের আরও কয়েকটি আবাসনে এই একই ঘটনা ঘটার পর সপ্তাহখানেক আগে গণস্বাক্ষর করে পুলিশের কাছে একটি স্মারকলিপিও জমা দেন বিধাননগরের বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ, তারপরেও পুলিশ যে নিষ্ক্রিয় শুক্রবার ও শনিবারের এই দুই চুরির ঘটনায় তার প্রমাণ।

এলাকার যুব তৃণমূল নেতা হৃদয় সাঁইয়ের অনুমান, একই দল গতকাল দুই জায়গাতেই চুরি করেছে। বেছে বেছে বন্ধ ফ্ল্যাট গুলিকে টার্গেট করছে দুষ্কৃতীরা। তিনি জানান, পুলিশকে আরও টহলদারী বাড়াতে অনুরোধ করব ।তাহলে কি এই দুষ্কৃতি রা সফট টার্গেট করেছে ফাঁকা আবাসন গুলিকেই।শুক্রবার বাতায়ন এর সামনে দিল্লীর নাম্বার প্লেট লাগানো যে হোন্ডা সিটি গাড়ি ছিলো এই গাড়ি নিয়েই কি চলছে আবাসন এর ফাঁকা ঘর গুলিতে অবাধে চুরি।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − 89 =