
Published on: মার্চ ৩১, ২০১৮ @ ২২:৪৮
এসপিটি নিউজ, ৩১ মার্চঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। তিন দফায় হবে এই ভোট। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে দেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। ১, ৩ ও ৫ মে ভোট হবে। ফল ঘোষণা হবে ৮ মে। প্রথম দফায় হবে ১২জেলায় ভোট। দ্বিতীয় দফায় হবে দুটি জেলায় এবং তৃতীয় দফায় হবে উত্তরবঙ্গের ছয়টি জেলায় ভোট। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায় আর চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ঠিক হয়েছে, প্রথম দফায় ভোটে কোথাও পুনর্নির্বাচন হলে তা হবে ৩ মে। দ্বিতীয় দফায় কোথাও পুনর্নির্বাচন হলে তা হবে ৫ মে। আর তৃতীয় দফার ক্ষেত্রে তা হবে ৭ মে।২ এপ্রিল পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।
গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৪৮,৬৫৬, পঞ্চায়েত সমিতিতে ৯,২১৭ এবং জেলা পরিষদে আসন সংখ্যা ৮২৫।মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ।
প্রথম দফায় যা জেলাগুলিতে ভোটগ্রহণ নেওয়া হবে সেগুলি হল-নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া।
দ্বিতীয় দফায় হবে মুর্শিদাবাদ ও বীরভূম।
তৃতীয় দফায় হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ।
তবে এই পঞ্চায়েত নির্বাচনের আওতায় নেই রাজ্যের তিনটি জেলা কলকাতা, দার্জিলিং ও কালিম্পং। তবে বাকি ২০টি জেলায় হতে চলেছে এই পঞ্চায়েত ভোট।
Published on: মার্চ ৩১, ২০১৮ @ ২২:৪৮