রক্তাক্ত অর্জুন সিং, প্রতিবাদে ১২ ঘণ্টার বারাকপুর বনধের ডাক বিজেপির

দেশ রাজ্য
শেয়ার করুন

অর্জুনের মাথায় ছ’টি সেলাই পড়ে।

বিজেপির তিনটি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ।

আক্রান্ত হয় সাংবাদিকরাও। তাদের উপরেও লাঠি চালানো হয়েছে বলে অভিযোগ।

Published on: সেপ্টে ১, ২০১৯ @ ২৩:৪৬

 এসপিটি নিউজ, বারাকপুর, ১ সেপ্টেম্বর: পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড বেধে গেল শ্যামনগরে। ঘটনাস্থলে এসে আক্রান্ত হলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মাথা ফাটলো তার। আক্রান্ত হল সংবাদ মাধ্যমও। চলল গুলি।রক্তাক্ত অর্জুন সিংকে নিয়ে যাওয়া হয় অ্যাপেলো হাসপাতালে। ঘটনাস্থলে সেখানে তার মাথায় ছ’টি সেলাই পড়ে।হাসপাতালে তাকে দেখতে আসেন বিজেপি নেতা মুকুল রায়।এই ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বারাকপুর সংসদীয় এলাকা বনধের ডাক দিয়েছে বিজেপি।আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমও।

শ্যামনগর রণক্ষেত্র

ঘটনার সূত্রপাত, শ্যামনগরে ফিডার রোডে তিনটি পার্টি অফিস ঘিরে। বর্তমানে পার্টি অফিসগুলো ছিল বিজেপির। আজ সেখানেই তৃণমূল সেই পার্টি অফিস দখল করতে যায়। আর তখনই সংঘর্ষ বাধে।খবর পেয়ে সেখানে ছুটে আসেন সাংসদ অর্জুন সিং, তার পুত্র বিধায়ক পবন সিং সহ দলের নেতারা। কিন্তু ঘটনাস্থলেই আক্রান্ত হন সাংসদ। ভাঙচুর করা হয় তার গাড়ি। বিজেপির তিনটি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ।

তৃণমূলের পালটা অভিযোগ

কিন্তু তৃণমূলের পালটা অভিযোগ, ওই পার্টি অফিসগুলো আদতে তাদেরই ছিল। লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পর সেগুলো বিজেপি দখল করে নিয়েছিল। তাই সেগুলিকে ফের তারা দখল মুক্ত করে তৃণমূলের পার্টি অফিসেই ফিরিয়ে আনলেন। এই ঘটনার সময় সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর চড়াও হয় অনেকে। আক্রান্ত হয় সাংবাদিকরাও। তাদের উপরেও লাঠি চালানো হয়েছে বলে অভিযোগ।

অর্জুনের অভিযোগ

অর্জুন সিং অভিযোগ করেছেন, বারাকপুরের পুলিশ কমিশনার তাকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তৃণমূলের লোকেরা পুলিশের সামনেই পার্টি অফিস ভাঙচুর করেছে। আমার গাড়ি ভেঙেছে। আমাদের লোকজনের উপর হামলা করেছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে। উলটে পুলিশ আমাদের উপরেই চড়াও হয়ে আমাদের মেরেছে। কিন্তু তৃণমূলের পক্ষে জ্যোতিপ্রিয় মল্লিক এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, অর্জুনকে বারাকপুরের পুলিশ কমিশনার মারেনিনি। কারণ ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তাছাড়া, অর্জুন নিজেই এসব করে আজেবাজে রটাচ্ছে। এলাকায় সন্ত্রাস তৈরি করছে।

Published on: সেপ্টে ১, ২০১৯ @ ২৩:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 1