
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ৪, ২০১৮ @ ২৩:৫৩
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৪ফেব্রুয়ারিঃ একসময় যেখানে মানুষের লাশ পড়ে থাকত, যেখানে বারুদের গন্ধে এলাকা ম-ম করত, যেখানে মাওবাদীদের দাপাদাপিতে সাধারণ মানুষ ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারত না-আজ সেই জঙ্গলমহল আমূল বদলে গেছে। শুধু তাই নয়, সেই জায়গা আজ হয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় স্থান। আসতে শুরু করেছে পর্যটকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্নের প্রকল্প আজ এক বাস্তব রূপ নিয়েছে।জঙ্গলকন্যা সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। আর তাকে সুন্দর রাখতে এলাকাবাসীর প্রয়াসে কোনও ঘাটতি নেই। আজ তারা সকলে মিলে নেমে পড়েছিলেন সাফাই অভিযানে।
পর্যটন এলাকা হিসবে ঝাড়গ্রামের নতুন নতুন জয়াগাকে তুলেধরছে বর্তমান সরকার। তারই অন্যতম নয়াগ্রামের জঙ্গলকন্যা প্রাকৃতিক উদ্যান।আর সেই জায়গা পরিচ্ছন্ন রেখে বাইরে থেকে আসা পর্যটকদের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ নয়াগ্রামবাসীর ও স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের।
আজ সকাল ১0 টা থেকে ৫০০ জন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে জঙ্গলকন্যা প্রাকৃতিক উদ্যানের বিস্তীর্ণ এলাকা সাফাই অভিজানে নামেন তারা।উপস্থিত ছিলেন ডাহি গ্রামের পার্থসখা সামল, নান্টু অধিকারী, বাদল মন্ডল,নবকুমার মহাপাত্র,সুদীপ্ত মহাপাত্র,মুরারী শীট সহ তৃণমূল নেতা উজ্বল দত্ত ও তার কর্মীরা।
প্রায় ২০০ বিঘা জায়গার উপর এই প্রাকৃতিক উদ্যানে প্রায় দু’হাজারের ও বেশি পর্যটক ঘুরতে আসছেন। প্রতিদিনই শ’খানেক মানুষ পিকনিক করতে আসেন। সেই সমস্ত আবর্জনা পরবর্তী সময়ে ঘুরতে আসা মানুষের কাছে যাতে বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায় তার জন্যই এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি বার্তা দেওয়া আবর্জনা ছড়িয়ে পরিবেশ নোংরা না করার।
Published on: ফেব্রু ৪, ২০১৮ @ ২৩:৫৩