Published on: অক্টো ১৩, ২০১৮ @ ২২:৫২
এসপিটি নিউজ ডেস্কঃ নেপালের মাউন্ট গুরজায় পর্বতারোহণে গিয়ে ভয়ঙ্কর তুষারঝড়ের মুখে পড়ে প্রাণ হারালেন ৯জন সদস্য। চলতি বছরে এটাই সব চেয়ে বড় ধরনের দুর্ঘটনা। উদ্ধার হওয়া ৯টি মৃতদেহের মধ্যে চারজন দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী এবং বাকি চারজন নেপালি গাইড। শনিবার এদের সকলকে উদ্ধারকারী দল উদ্ধার করে।
প্রথমে একটি খবর আসে যে পঞ্চম দক্ষিণ কোরিয়ান পর্বতারোহী নিখোঁজ হয়েছে। কিন্তু পরে জানা যায় যে সে ক্যাম্পেই ছিল যখন বিধ্বংসী তুষারঝড় উঠেছিল।দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “নেপালের মাউন্ট গুরজাতে পর্বতারোহণের জন্য দক্ষিণ কোরিয়ার পাঁচজন ও চারজন বিদেশি বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিল। আর সেইসময় সেই ভয়াবহ তুষারঝড়ের মুখে পড়ে তারা। সেইসময় তার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতেই মৃত্যু হয়।”
হেলিকপ্টার পাইলট সিদ্ধার্থ গুরুং হলেন প্রথম ব্যক্তি যিনি দুর্ঘটনাস্থলে সবার প্রথমে পৌঁছন এবং মৃতদের দেখেন। আর তিনি পুরো ঘটনার বিবরণ দেন। তিনি বলেন,”সমস্ত টেন্ট লণ্ডভণ্ড হয়ে গেছিল। ভেঙে পড়েছিল তাবুর পোলগুলি। মৃতদেহগুলি সব ছড়ানো-ছিটানো ছিল। প্রধান ক্যাম্প থেকে ৫০০ মিটার দূরে নদীর মধ্যেও পড়ে ছিল কিছু মৃতদেহ।সব শেষ হয়ে গেছে। সমস্ত তাবু উড়িয়ে নিয়ে গেছে বিধ্বংসী তুষারঝড়। গুরুং জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি-কে। ছবি- এএফপি
Published on: অক্টো ১৩, ২০১৮ @ ২২:৫২