
Published on: জানু ২৩, ২০২১ @ ২০:৩০
এসপিটি নিউজ: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে দেশজুড়ে আজ পালিত হচ্ছে প্রাক্রম দিবস। সেই উপলক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।যেখানে তিনি আজ প্রথমে নেতাজির বাসভবনে যান। পরে তিনি কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে হাজির হন।
শনিবার কলকাতায় নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোজা চলে যান কলকাতায় এলগিন রোডে নেতাজির বাসভবনে। প্রধানমন্ত্রীকে গোটা বাসভবন ঘুরিয়ে দেখানো হয়। নেতাজির ব্যবহৃত নানা জিনিস দেখেন প্রধানমন্ত্রী।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন-“আজ বীর-কেশরী সুভাষ চন্দ্র কে শ্রদ্ধা নিবেদনের জন্য নেতাজি ভবনে যাওয়ার সৌভাগ্য হল। কলকাতা নেতাজির নিজের শহর। পৌর প্রধান হিসেবে এই শহরের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন।”
আজ বীর-কেশরী সুভাষ চন্দ্র কে শ্রদ্ধা নিবেদনের জন্য নেতাজি ভবনে যাওয়ার সৌভাগ্য হল। কলকাতা নেতাজির নিজের শহর। পৌর প্রধান হিসেবে এই শহরের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন #ParakramDivas pic.twitter.com/vzvrEIxFJO
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
যে এরপর সেখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী সোজা চলে যান ন্যাশনাল লাইব্রেরিতে।সেখানে তিনি ঘুরে দেখেন। নেতাজির উপর অসাধারণ অঙ্কন দেখেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন যে জাতীয় গ্রন্থাগারটি কলকাতার অন্যতম প্রতীক। জাতীয় গ্রন্থাগারে, আমি পরাক্রমদিবসের অংশ হিসাবে শিল্পী, গবেষক এবং অন্যান্য প্রতিনিধিদের সাথে আলাপ করেছি।
এরপর তিনি এখান থেকে সোজা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে রওনা হয়ে যান।
Published on: জানু ২৩, ২০২১ @ ২০:৩০