
Published on: অক্টো ১৯, ২০১৮ @ ২০:১৬
এসপিটি নিউজ ডেস্কঃ দেশের মধ্যে অনেক উঁচু রাবণের মূর্তি গড়া হয়েছিল হরিয়ানার পঞ্চকুলায়। সেখানে রাবণ বধ করে মহাসমারোহে দশেরা পালন করা হল। ২২০ফুট উঁচু এই রাবণের তির-ধনুক দিয়ে বধ করা দেখতে বহু মানিষের সমাগম হয়েছিল পঞ্চকুলা ময়দানে।
দিল্লিতে শ্রী নব ধার্মিক লীলা কমিটির দশেরা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
উত্তরাখণ্ডের দেরাদুনেও মহাসমারোহে পালিত হয় দশেরা।
দিল্লির লাল কেল্লা ময়দানে দশেরা অনুষ্ঠানে অংশ নিয়ে রাবণ বধ করেভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিন, ছিলেন রাষ্ট্রপতি রামলাল কোবিন্দ।
Published on: অক্টো ১৯, ২০১৮ @ ২০:১৬