বিশ্বে সবচেয়ে উঁচু রেললাইন হতে চলেছে বিলাসপুর-মানালি-লে’র পথে

দেশ রেল
শেয়ার করুন

Published on: অক্টো ১৮, ২০১৮ @ ২৩:৪৩

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্বে সবচেয়ে উঁচু রেল লাইন হতে চলেছে ভারতের হিমাচল প্রদেশে। ভারতীয় রেল বিলাসপুর-মানালি-লে মূল ট্র্যাকের সঙ্গে যুক্ত করতে দ্রুত কাজ শুরু করেছে। নয়া ব্রডগেজ লাইনের প্রথম ক্ষেপের শেষ পর্যায়ের সমীক্ষার কাজ হয়ে গেছে। এই সমীক্ষার পর হিমাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের মধ্যে ৩০টি স্টেশন করার কথা ভাবা হয়ে গেছে।

এই রেল লাইন বসাতে ৮৩ হাজার ৩৬০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই কাজ সমাপ্ত হলে বিশ্বে সবচেয়ে উঁচু রেললাইন হিসেবে খ্যাতি লাভ করবে হিমাচল প্রদেশ তথা ভারতীয় রেল। এই রেললাইনের কাজ সমাপ্ত হলে ভারতীয় রেল চিনের সাংহাই-তিব্বত রেল্কে পিছনে ফেলে দেবে। এই রেল হিমাচলের মান্ডি, কুলু, কেলং, টংডি, কোসর, উচ, উপসি এবং কারুকে যুক্ত করবে। এই রেললাইন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩০ মিটার উঁচু হবে।

ভারতের উত্তর রেলের জেনারেল ম্যানেজার বিশেষ চৌবে আজতক-কে জানিয়েছেন- এই প্রকল্পের উদ্দেশ্য সামাজিক চেতনার সঙ্গে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পর্যটনের বৃদ্ধি ঘটানো। রেলের ওই আধিকারিক আরও জানান, এই রেলালাইন স্থাপন হওয়ার পর বিলাসপুর থেকে লে-র ভ্রমণের সময় ৪০ ঘণ্টা থেকে কমে ২০ ঘণ্টা হবে।শুধু তাই নয়- এই নয়া রেল লাইন লে-র সঙ্গে সুন্দর নগর, মান্ডি, মানালি, কেলং, কোকসর, দারচা, উপসি এবং কারুর মতো গুরুত্বপূর্ণ স্থান জুড়বে।

জানা গেছে-এই রেললাইন ধরে ট্রেন ছুটবে ঘণ্টায় ৭৫কিলোমিটার গতিতে। এজন্য ৪৬৫কিলোমিটার লম্বা সিঙ্গল রেললাইন নির্মাণ করা হবে। এই রেলপথে মোট ৭৪টি সুড়ঙ্গ হবে। সবচেয়ে লম্বা সুড়ঙ্গ হবে ২৭কিলোমিটার লম্বা। সব কটি সুড়ঙ্গ মিলিয়ে মোট সুড়ঙ্গের দূরত্ব হবে ২৪৪কিলোমিটার। এমনকী ১২৪টি বড় সেতু এবং ৩৯৬টি ছোট সেতু নির্মাণ করা হবে। খুব শীঘই কোনও বড় এজেন্সি এই বিশাল কাজের বরাত পেতে চলেছে।  ছবি-রয়টার

Published on: অক্টো ১৮, ২০১৮ @ ২৩:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 76