Published on: ডিসে ২৭, ২০১৭ @ ১৯:১৮
এসপিটি নিউজ,হাওড়া,২৭শে ডিসেম্বর,২০১৭-দিল্লির করোলবাগে সোনার দোকানে হীরের কাজ করতে গিয়ে মৃত্যু হল এই রাজ্যের এক যুবকের। মৃত যুবকের নাম ঠাকুরদাস মাঝি (৩২) বাড়ি ডোমজুড়ের মাকড়দহ এলাকায়। শনিবার দিল্লির করলবাগ এলাকার একটি খরের ভিতরে জানালার রডের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় মৃত যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও মৃতের পরিবারের দাবি ঠাকুরদাস আত্মঘাতী হয়নি তাকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহটি মযনা তদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর ডোজমুড়ের বিভিন্ন এলাকার যুবকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার কাজে যুক্ত। ঠাকুরদাস মাঝিও দীর্ঘদিন দিল্লির করোলবাগে কর্মরত। পরিবার সূত্রে খবর শনিবার পুলিশ ফোনে তাদের ঠাকুরদাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর যেয়। পরিবারের অভিযোগ তার বন্ধুদের সূত্রে খবর ঠাকুরদাসের মা মাটিতে ঠেকেছিল তাহলে সে কিভাবে আত্মঘাতী হতে পারে। তাদের বক্তব্য শুক্রবার রা্তে ঠাকুরদাস ফোনে কথা বললেও তার কথাবার্তায় কোন অসংগতি ধরা পড়েনি। মৃত যুবকের পরিবারের দাবি ঠাকুরদাসের বেশকিছু টাকা পাওনা ছিল খুব সম্ভবত সেই কারণে তাকে খুন করা হয়েছে। তারা ঠাকুরদাসের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছে।
Published on: ডিসে ২৭, ২০১৭ @ ১৯:১৮