দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় তিন ঘণ্টা বিশ্রাম শেষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্কুটি আরোহী

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস 

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২১:৩৪ 

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২০সেপ্টেম্বরঃ একটি চার চাকার গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে স্কুটির চালক ও আরোহী। ধরাধরি করে স্কুটি চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যেতে চাননি আরোহী। রাস্তার পাশে বসেই বিশ্রাম নিচ্ছিলেন। অবশেষে ওভাবে তিন ঘণ্টা বসে থাকার পর রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নাম মহম্মদ শ্যাম।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি থানা সংলগ্ন এলাকায়।

জানা গেছে, এনজেপি স্টেশন থেকে তিনবাত্তি মোড় যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ শ্যাম এনজিপি স্টেশন পার্শ্ববর্তী এলাকায় একটি মাংসের দোকানের মালিক ছিলেন। দুর্ঘটনার সময় মাথায় আঘাত লাগলেও সেই আঘাতকে তিনি গুরুত্ব দেয়নি । একটু জিরিয়ে নিতে গিয়েই যত বিপত্তি ঘটেছে বলেই দাবি করেছেন চিকিৎসকরা।

আর একটি ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফাঁসিদেওয়া থেকে একটি সাফারি গাড়িতে করে চারজন নাবালককে নিয়ে গাড়ির চালক শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। সেইসময় লিউসিপাকড়ি এলাকায় গাড়িটি আসতেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।  স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতেই তড়িঘড়ি আহতদের উদ্ধারে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। প্রত্যেককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২১:৩৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 − 29 =