
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
Published on: মার্চ ২৬, ২০১৮ @ ২২:৫৪
এসপিটি নিউজ, খড়গপুর, ২৬ মার্চঃ সোমবার দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।এই বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, ধর্মের নামে কিছু মানুষের অস্ত্র হাতে গুন্ডামি বরদাস্ত করা হবে না। রাজ্য পুলিশের ডিজিপি সুরজিৎ পুরকায়স্থকে জানিয়ে দেন, যেখানে এধরনের মিছিল হয়েছে সেখানে যেন সেইসব মানুষদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। কোনও পুলিশ অফিসার যদি এসব জেনেও চুপ করে বসে থাকে দোষীদের আড়াল করার চেষ্টা করে রাজ্য সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। এরপরই খড়্গপুর থানায় বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে।
এই বিষয়ে উল্লেখ করা যেতে পারে, শনিবার খড়্গপুরে এক বাইক র্যালি থেকেই কিন্তু প্রথম বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, রামনবমীতে তারা অস্ত্র মিছিল করবে। তাতে কারও যদি কিছু করার থাকে তারা করে নিতে পারে। দেখব কার কত সাহস। এখানেই না থেমে রবিবার রামনবমীর দিন দিলীপ ঘোষকে দেখা গেছে খড়্গপুরের একাধিক আঁখড়ায় গিয়ে অস্ত্র হাতে নিয়ে ছবি তুলতে। কখনও তার হাতে দেখা গেছে তীর-ধনুক, কখনও তরোয়াল, কখনও ত্রিশূল, আবার কখনও বা গদা। এসব হাতে নিয়ে তিনি রামের বানী যতটা না শুনিয়েছেন তার চেয়ে বেশি আস্ফালন দেখিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। রামকে আটকালে তৃণমূল শেষ হয়ে যাবে। ২০১৯ সালের লোকসভা ভোটে মেদিনীপুর তৃণমূলের হাতছাড়া হবে আরও কত কি!।
পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশে খড়্গপুর থানার পুলিশ এই মামলা দায়ের করেছে। এছাড়াও পুলিশ খড়্গপুর এলাকায় আর যারা যারা অস্ত্র হাতে মিছিল করেছে তাদের বিরুদ্ধেও পুলিশ অস্ত্র আইনে মাওম্লা দায়ের করেছে। ইতিপূর্বে রাজ্য সরাকার জানিয়ে দিয়েছিল রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই বহু জায়গায় এই ধরনের অস্ত্র হাতে মিছিল দেখা গেছে। পুলিশ প্রশাসন বিজেপি নেতা দিলীপ ঘোষের চ্যালেঞ্জ গ্রহণ করেই কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করল। এই ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলায় কিংবা রাজ্যস্তরের কোনও বিজেপি নেতার বক্তব্য পাওয়া যায়নি।
Published on: মার্চ ২৬, ২০১৮ @ ২২:৫৪