সংবাদদাতা-বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মার্চ ৯, ২০১৯ @ ২১:২৪
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৯ মার্চঃ দাবি ছিল দাঁতনে তিনটি রাস্তার। কিন্তু তা হচ্ছিল না। অবশেষে তার সূচনা হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে।আর সেই কাজের সূচনা হল বিধায়কের হাত দিয়েই।
দাঁতন-২ ব্লকে হতে চলেছে তিনটি নতুন রাস্তা
১) শনিবার উদ্বোধন হল দাঁতন -২ ব্লকে তিনটি নতুন রাস্তার নির্মাণের সূচনা হল। এই রাস্তা তিনটির জন্য দীর্ঘদিন ধরেই বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের দাবি মেনেই রাস্তা তিনটির কাজ যাতে শুরু করা হয় এদিন তারই উদ্বোধন হল রীতিমতো ঘটা করে।
২) দাঁতন-২ ব্লকের হরিপুর অঞ্চলের যফলা গ্রামের দাবি মেনেই হতে চলেছে এই তিনটি নতুন রাস্তা। এগুলি হল-বঙ্কিম প্রধানের বাড়ি থেকে রাসবিহারী মহাকুড়ের বাড়ি পর্যন্ত একটি রাস্তা।যেটি পিচের করা হবে।অপর দুটি হল- মোহনপুর ব্লকের ছোটবেলী থেকে বড়বেলী পর্যন্ত এবং তৃতীয়টি তনুয়া অঞ্চলের গোটষন্ডা থেকে দাঁতুনীয়া।
৩) প্রথম রাস্তাটির কাজের সূচনা করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। আর পরের দুটি রাস্তার শিলান্যাস করেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার পাত্র, জেলাপরিষদ সদস্য বর্ণালী মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার প্রধানসহ সহ অন্যান্যরা।
Published on: মার্চ ৯, ২০১৯ @ ২১:২৪