রাজস্থানে আবারও পাকিস্তানি ড্রোন গুড়িয়ে দিল ভারতীয় সেনা

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৯, ২০১৯ @ ১৮:৫১

এসপিটি নিউজ ডেস্কঃ এক-দুই-তিনবার পাকিস্তানি ড্রোনকে গুড়িয়ে দিল ভারতীয় সেনা। বালাকোটে জৈশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করার পর থেকে বারে বারে পাকিস্তান ড্রোন দিয়ে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেছে। আর প্রতিবারই তাদের গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যেমনটা হয়েছে শুক্রবার রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান দিয়ে পাকিস্তানি ড্রোন প্রবেশের চেষ্টা করলে তাকে ভারতীয় সেনা গুলি করে ধ্বংস করে দেয়।

তিনবারের মধ্যে দুইবারই রাজস্তান দিয়ে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানি ড্রোন

১) এ পর্যন্ত তিনবার পাকিস্তানি ড্রোন ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছে।প্রথমবার অবশ্য ২৬ ফেব্রুয়ারি যেদিন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল সেদিন ভোরে গুজরাটের কচ্ছ জেলায় ভারতীয় আকাশ সীমায় পাকিস্তানি ড্রোন ঢুকে পড়েছিল। সেটিকে ভারতীয় সেনা গুলি করে নামায়।

২) গত সোমবার ফের পাকিস্তান রাজস্থানের বিকানীর সেক্টরে একটি ড্রোন ক্ষেপনাস্ত্র প্রবেশ করাতে গেলে সেটিকেও গুলি করে নামায় ভারতীয় সেনা। এরপর গত কাল শুক্রবার ফের তারা আবারও রাজস্থানের শ্রীগঙ্গানগর সেক্টরে আন্তর্জাতিক আকাশ সীমায় দেখা যায় পাকিস্তানি ড্রোনকে। সেটি ওই আকাশ সীমা দিয়ে ঢোকার চেষ্টা করা মাত্রই ভারতীয় সেনার নিশানা হয়ে যায়। গুলি করে সেটিকে গুড়িয়ে দেওয়া হয়।

৩) ২৬শে ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ইন্ডিয়ান এয়ার ফোর্সের এয়ার স্ট্রাইকের পর থেকে পাকিস্তান নানাভাবে ভারতীয় আকাশ সীমায় ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হচ্ছে। এভাবে ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়ে পাকিস্তান কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে যে তারা যতই নয়া পাকিস্তানের কথা শোনাক আদতে তারা যে এখনও জঙ্গিদের অঙ্গুলি হেলনেই চলছে সেটাই কিন্তু সামনে চলে আসছে। ছবি-হিন্দুস্তান টাইমস

Published on: মার্চ ৯, ২০১৯ @ ১৮:৫১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =