পাক সেনাকে তাদের ভাষাতেই জবাবঃ চার চৌকি ধ্বংস, মৃত্যু পাঁচ পাকিস্তানি সৈনিকের

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১০, ২০১৯ @ ০৯:৩৪

এসপিটি নিউজ, শ্রীনগর, ১০ মার্চঃ ‘নির্লজ্জ’ পাকিস্তানের শিক্ষা হয় না। ঘা খেয়েও হার স্বীকার করতে চায় না। সমানে নিয়ম ভাঙার খেলায় মেতেছে তারা। নিরীহ ভারতীয়দের গ্রাম লক্ষ্য করে সমানে গুলি করে চলেছে। কিছুতেই থামতে চায় না। এবার ভারত তাদের ভাষাতেই সমুচিত জবাব দিল। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের জম্মু জেলার আখনুরে কেরী বট্টল সেক্টরে পাকিস্তানি সেনা ভারী ধরনের গোলা বর্ষন করতে শুরু করে। এরপরই ভারতীয় সেনা এর উচিত শিক্ষা দিয়ে দেয় পাকিস্তানকে।

পাকিস্তানকে পাকিস্তানের মতো করেই উচিত শিক্ষা দিল ভারতীয় সেনা

১) ভারত যখন সারা বিশ্বে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে বিশ্বের ক্ষমতাশালী দেশগুলিকে জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রিত করছে ঠিক সেইসময় ‘মিথ্যাবাদী’ পাকিস্তান মুখে ‘শান্তি’র ভান করে সমানে জঙ্গিদের নিজেদের দেশে আশ্রয় দিয়ে চলেছে।আর ভারতকে নানা ভাবে বিরক্ত করে চলেছে। সমানে সীমান্তে গুলি চালিয়ে যাচ্ছে। কোনও নিয়মের তোয়াক্কা না করে। লঙ্ঘন করে চলেছে যুদ্ধবিরাম নীতিও।

২) শুক্রবারই উত্তরপ্রদেশের এক জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের এমন অনৈতিক কাজকর্মের তীব্র নিন্দা করে বলেন যে ভালোভাবে বুঝিয়েও যখন পাকিস্তানকে পথে আনা সম্ভব হচ্ছে না তখন এবার তাদের ভাষাতেই জবাব দেওয়ার সময় এসে গেছে। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উৎসাহ পেয়ে ভারতীয় সেনা তাদের সমুচিত জবাব দেয়। পাকিস্তানের চার চৌকি ধ্বংস করে দেওয়া হয়। সেই সঙ্গে তাদের পাঁচ সৈনিকের মৃত্যুও হয়েছে বলে জানা গেছে।

৩) এদিন শুরুটা করে পাকিস্তানই। তারা ভারত লক্ষ্য করে মর্টার নিক্ষেপ শুরু করে। ভারতও ঠিক একই ভাবে তাদের ভাষাতেই জবাব দেয়। এরপর পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে ততক্ষনে। এরপরও পাকিস্তান তাদের লড়াই চালিয়ে গেছে। ফলে সীমান্তের পরিস্থিতি বিবেচনা করে সেখানকার গ্রামের মানুষদের সরিয়ে আনা হয়েছে। ছবি সৌজন্যে-জাগরন

Published on: মার্চ ১০, ২০১৯ @ ০৯:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 − 25 =