Published on: ডিসে ২৬, ২০১৭ @ ১৪:৫৩
এসপিটি নিউজ ডেস্কঃ রাতভর গুলির লড়াইয়ে দক্ষিণ কাশ্মীরে নিহত হয়েছে জঈশ-ই-মহম্মদ (জেইএম)-এর শীর্ষ কম্যান্ডার নূর মহম্মদ তন্ত্রে ওরফে নূর ত্রালি।মঙ্গলবার এই ঘটনা ঘটেছে পুলওয়ামা জেলার সম্বুরা গ্রামে।
আগে থেকেই ভারতীয় সেনাদের কাছে খবর ছিল ঐ গ্রামে জঙ্গীরা ঘাঁটি গেড়েছে।তারা একটি বাড়িতে গা ঢাকা দিয়ে আছে। এটা জানার পরই সেখানে সেনারা ধীরে ধীরে ঢুকতে শুরু করে।চারিদিক দিয়ে তারা বাড়িটিকে ঘিরে ফেলে। সেনাদের দেখে ভিতর থেকে জঙীরা গুলি ছুড়তে শুরু করে, শুরু হয় গুলির লড়াই।ইতিমধ্যে পুলওয়ামা জেলায় সাবধানতা অবলম্বন করতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দিয়েছে প্রশাসন।৪৭ বছর বয়সী নূর একজন কাশ্মীরের বাসিন্দা।কাশ্মীরে জঈশ-ই-মহম্মদ-এর বাহিনী আছে তিনি ছিলেন তার মাথা।
মাত্র তিন ফুট লম্বা নূর জঈশ-ই-মহম্মদ-এর বিভাগীয় কম্যান্ডার হয়ে দাপিয়ে বেড়াতেন।কাশ্মীরের সাম্প্রতিক হামলার পিছনেও তার হাত ছিল বলে মনে করা হচ্ছে।২০০৩ সালে দিল্লিতে তাকে গ্রেফতার করা হয় এবং ২০১১ সালে পোটা আদালতে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল।কিন্তু সেখান থেকে প্যারোলে ছাড়া পেয়ে ফের তিনি জঙ্গীবাদের সঙ্গে যুক্ত হন।
কাশ্মীর পুলিশের ডিজিপি এসপি ভেয়ড জানান, সহযোগীদের সঙ্গে নিয়ে নূরের শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল।গতকাল সন্ধ্যা থেকে অবন্তিপুর জেলায় মুখোমুখি সংঘর্ষ হয়। জাতীয় সড়কের কাছাকাছি কাছাকাছি ২ থেকে ৩জন জঙ্গী জমায়েত হয়েছিল কনভয়ের উপর হামলা করবে বলে। এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সূত্র ও ছবিঃ গ্রেটার কাশ্মীর
Published on: ডিসে ২৬, ২০১৭ @ ১৪:৫৩