ইসকন মন্দিরে দীপদান অনুষ্ঠান শুরু ১৭ অক্টোবর

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৫, ২০২৪ at ২৩:৪৮

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ অক্টোবর:  রীতি অনুযায়ী এবারও দীপদান অনুষ্ঠান হতে চলেছে ইসকনের প্রধান কেন্দ্র শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরে । মায়াপুরের পাশাপাশি বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রে শ্রী শ্রী লক্ষী পূর্ণিমার দিন ১৭ অক্টোবর  বৃহস্পতিবার থেকে শুরু হবে দীপদান অনুষ্ঠান। চলবে রাসপূর্ণিমা ১৫ নভেম্বর শুক্রবার পর্যন্ত।

এই একমাস ব্যাপী অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকলেই দীপদান করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিদিন ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।একই সাথে চলবে দামোদরাষ্টকম্ স্ত্রোত্র পাঠ। দেশ বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়। কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

ভগবানের প্রীতি লাভার্থে দীপদান করা হয়। দীপদান আলোর উৎসব, আনন্দের উৎসব, অন্ধকার দূরীভূত করার উৎসব, মহামিলনের উৎসব।

অন্ধকার বিদূরিত হয়ে আমাদের মনোমন্দিরে প্রতিষ্ঠিত হোক আলোর দীপ। শুভ দীপদান অনুষ্ঠানে এই হোক আমাদের একান্ত প্রার্থনা।

Published on: অক্টো ১৫, ২০২৪ at ২৩:৪৮


শেয়ার করুন