তৃতীয় দফায় রাজ্যে আজ ৫ কেন্দ্রে ভোট : ৯২ শতাংশ বুথেই আধাসেনা মোতায়েন

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ০৯:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ এপ্রিলঃ গত দুই দফার ভোটের অভিজ্ঞতা নিয়ে এবার তৃতীয় দফার ভোটে ৯২ শতাংশ বুথেই আধাসেনে মোতায়েন করল নির্বাচন কমিশন। ভোট যাতে অবাধ ও সুষ্ঠূ ভাবে সম্পন্ন হয় সেদিকে কড়া নজর কমিশনের।আর সেদিকে লক্ষ্য রেখেই মোট ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৫৩০জন। মোট ভোটার ১৪লক্ষ ২৭হাজার ৫৬৭জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭লক্ষ ৩৪হাজার ৭৯৪জন এবং মহিলা ভোটার ৬লক্ষ ৯২ হাজার ৭১৬জন। তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ৫৭জন।বালুরঘাট লোকসভা কেন্দ্রটির মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইটাহার  বিধানসভা রয়েছে। এখানে মোট ৫৮ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৮ কোম্পানি রয়েছে উত্তর দিনাজপুরে।

মালদা উত্তর ও মালদা দক্ষিণ

মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বুথ ১৭১৩। মোট ভোটার ১৬লক্ষ ৮১হাজার ৭৮২জন, যার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ৬২হাজার ৩৫৯জন এবং মহিলা ভোটার ৮লক্ষ ১৯হাজার ৩৬৬জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫৭জন।

মালদা দক্ষিণে মোট বুথ ১৬১৬। মোট ভোটার ১৫লক্ষ ৭২হাজার ১২৫জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭ লক্ষ ৯৯হাজার ৮৪৯জন এবং মহিলা ভোটার ৭লক্ষ ৭২হাজার ২৩৮জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৮জন।

মালদহে মোট ১০৬ কেন্দ্রে আধা সেনা মোতায়েন করা হয়েছে।

জঙ্গিপুর

জঙ্গিপুর কেন্দ্রে মোট বুথ ১৭৬২। মোট ভোটার ১৬লক্ষ ১২হাজার ৭৭৫জন, যার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ২৩হাজার ৫৩৮জন এবং মহিলা ভোটার ৭লক্ষ ৮৯হাজার ১৯৪জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৩জন।

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ কেন্দ্রে মোট বুথ ১৯০৭। মোট ভোটার ১৭লক্ষ ২১হাজার ৯৩২জন, যার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ৮১হাজার ৮২৪জন এবং মহিলা ভোটার ৮লক্ষ ৪০হাজার ৭৯জন। তৃতীয় লিঙ্গ মাত্র ২৯জন।

মুর্শিদবাদ কেন্দ্রের মধ্যে রয়েছে নদিয়া জেলার করিমপুর বিধানসভা কেন্দ্রটি। সব মিলিয়ে মোট ১৫০ কোম্পানি আধা সেনা মোতায়েন হয়েছে। যার মধ্যে ১০ কোম্পানি রয়েছে নদিয়া জেলায়।

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ০৯:১৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2