মঙ্গলবার আমি সিআইডি-র সামনে বসবো না, উচ্চ আদালতে যাব-বললেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

“তৃণমূল ভয় পেয়েছে, তাই সিআইডিকে দিয়ে 14 মাসের পুরনো মিথ্যা মামলায় জেরা করার নামে আমাকে প্রচারে যেতে দিচ্ছে না।”

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ২৩:২৬

এসপিটি নিউজ, ঘাটাল, ২২ এপ্রিল:  “আমি মঙ্গলবার সিআইডি-র সামনে বসবো না। আমি উচ্চ আদালতে যাব।আদালতে গিয়ে বলব- যাতে আমি প্রচার করতে না পারি তার জন্য সিআইডি জেরা করার নামে আমাকে আটকে রাখতে চাইছে।” সোমবার সারাদিন ধরে দাসপুরের ভাড়া বাড়িতে সিআইডি জেরা করে সোনা প্রতারনা মামলায় অভিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষকে। যাওয়ার সময় তারা জানিয়ে যায় যে মঙ্গলবারও তারা আসবেন ভারতীকে জেরা করতে।আর তখনই একথা জানান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

“ওরা এভাবে আমাকে আটকে রাখতে পারবে না।”

1) বিজেপি প্রার্থী বলেন- “আদালতে গিয়ে বলব যাতে আমি প্রচার করতে না পারি তার জন্য সিআইডির জেরা করার নামে আমাকে আটকে রাখতে চাইছে। তৃণমূল ভয় পেয়েছে, তাই সিআইডিকে দিয়ে 14 মাসের পুরনো মিথ্যা মামলায় জেরা করার নামে আমাকে প্রচারে যেতে দিচ্ছে না।” ভারতী ঘোষ আরও বলেন – “ওরা এভাবে আমাকে আটকে রাখতে পারবে না। আমার সাথে রয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ। তারাই তৃণমূলকে উপযুক্ত শিক্ষা দেবেন।”

2) গত শুক্রবার দাসপুরের কলমিজোড় গ্রামে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে দফায় দফায় দিনভর সিআইডির প্রতিনিধিদল জিজ্ঞাসাবাদ করে।সোমবার ফের ভারতী ঘোষকে  জিজ্ঞাসাবাদ করা হবে বলে তার ভাড়া বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়ে গিয়েছিল।সেইমতো সোমবার 10 টা 40 মিনিট নাগাদ সিআইডির 10 থেকে 12 সদস্যের প্রতিনিধি দল দাসপুরের ভাড়া বাড়িতে গিয়ে ভারতীকে জেরা শুরু করেন।সোমবার প্রথম পর্বে বেলা দুটা পর্যন্ত সিআইডি জেরা করে।প্রায় এক ঘন্টা পর বেলা 3 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত ফের সিআইডি আধিকারিকরা ভারতী ঘোষকে জেরা করেন।

3) সিআইডির প্রতিনিধিদল চলে যাওয়ার পর ভারতী ঘোষের ভাড়া বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন বিজেপি নেতা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তিনি সায়ন্তন বসুকে ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানান।সায়ন্তন পালটা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন- ভারতীকে যখন এভাবে জেরা করছে তাহলে তো এয়ারপোর্টে সোনা পাচার কান্ডের সেই অভিযুক্তকেও জেরা করা উচিত।

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ২৩:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1