
সংবাদদাতা-বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মার্চ ৩১, ২০১৯ @ ১০:৫৫
এসপিটি নিউজ, ঘাটাল, ৩১ মার্চঃ প্রচার শুরু হতে না হতেই সামনে চলে এল হামলার অভিযোগ। শনিবার রাতে প্রচারে যাওয়ার সময় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে হামলা হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি দাসপুর থানার জয়কৃষ্ণপুর এলাকায় হয়েছে। বিজেপি প্রার্থী ঘটনাটি নির্বাচন কমিশনে অভিযোগ আকারে নথিভুক্ত করেছেন।
“ওরা এভাবে আমাকে আটকাতে পারবে না”
1) বিজেপি প্রার্থী ভারতী ঘোষের অভিযোগ- “তৃণমূলের লোকজন তাঁর গাড়ির উপর চড়াও হয়। ভাঙচুর চালায়। নির্বাচনী এজেন্ট অয়ন দণ্ডপাটকে মারধর করে। আসলে তৃণমূল হেরে যাওয়ার আশঙ্কায় সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”
2) “ওরা এভাবে আমাকে আটকাতে পারবে না। আমি মানুষের কাছে যাবো, মানুষের সাথে কথা বলবো, তারাই আমার শক্তি, তারাই আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।”বলেন ভারতী ঘোষ।
“মানুষ মিথ্যাবাদী ভারতী ঘোষকে লোকসভা ভোটে উপযুক্ত শিক্ষা দেবে”
3) তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র পাল্টা বলেন-“বিজেপি প্রার্থী ভারতী ঘষের গাড়ির উপর তৃণমূলের কেউ হামলা করে নি। তিনি মানুষের সহানুভূতি পেতে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। তৃণমূল হিংসা সন্ত্রাসের পক্ষে নয়। শান্তি ও উন্নয়নের পক্ষে। মানুষ মিথ্যাবাদী ভারতী ঘোষকে লোকসভা ভোটে উপযুক্ত শিক্ষা দেবে।”
Published on: মার্চ ৩১, ২০১৯ @ ১০:৫৫