সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মে ২, ২০১৮ @ ২১:৩৩
এসপিটি নিউজ, শালবনী, ২ মেঃ ভোট বড় বালাই। কখন যে কি হয় তা বোঝা বড়ই দায়।সেই ভয়ঙ্কর দিনের কথা আজও ভুলতে পারেন না শালবনীর সিপিএমের একনিষ্ঠ এই কর্মী। একদিন যে বিজেপির গেরিলা বাহিনীর হাতে সিপিএমের এক কর্মী নিহত হয়েছিলেন, আহত হয়ে তাঁর এক হাত কেটে বাদ দিতে হয়েছিল সেই একনিষ্ঠ সিপিএম কর্মী প্রণব মল্লিকের হাতে তৃণমূলের পতাকা। তাও আবার পঞ্চায়েত ভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে শেষে কিনা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান। বিশ্বাসই করতে পারছেন না গ্রামের অনেকে। কিন্তু এটাই সত্যি। শালবনী ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামের একনিষ্ঠ সিপিএম কর্মী প্রণব মল্লিক সত্যি আজ তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন।
কেন তিনি এমনটা করলেন? এই প্রশ্ন অনেকেই তাঁকে করেছেন কিংবা করে চলেছেন। প্রণববাবুও সেই প্রশ্নের জবাব দিয়েই চলেছেন। তাঁর কথায়, আপনারাই বলুন, কেউ যদি আপনার পরিবারের লোকজনকে হত্যা করে তবে তার সঙ্গে কি সম্পর্ক রাখা চলে? তাদের কি কোনওদিন সহ্য করা যায়?আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। তাই আমিও তা সহ্য করতে পারিনি।
এরপর ছাতনি গ্রামের একনিষ্ঠ সিপিএম কর্মী যা বললেন তা সত্যি মর্মান্তিক। প্রণববাবুর কথায়, “এক সময় এই ছাতনি গ্রামে বিজেপির খুব রমরমা হয়েছিল। সেই সময় বিজেপির গেরিলা বাহিনীর হাতে সিপিএমের এক কর্মী নিহত হয়েছিল। আমিও আক্রান্ত হয়েছিলাম। আমার একটি হাত কেটে বাদ দিতে হয়েছিল। আজ আমি এক হাত নিয়ে কষ্টে বেঁচে আছি। এরপর দেখলাম আমাদের দলের স্থানীয় নেতা-কর্মীরা বিজেপিতে চলে গেল। তাদের হয়ে আজ তারা গলা ফাটাচ্ছে। এসব দেখে খুব কষ্ট হয়েছিল। ঠিক করে ফেলি আমি ওদের মতো হতে পারব না। খুনি বিজেপির সঙ্গে হাত মেলাতে পারব না। তখনই আমি ঠিক করে ফেলি আমি তৃণমূলের হয়েই বিজেপির বিরুদ্ধে প্রচার করব। তাতে আমার যা হওয়ার হবে।”
এরপর প্রণববাবু গ্রামের তৃণমূলের নেতাদের কাছে গিয়ে নিজের ইচ্ছের কথা খুলে বলেন। তিনি বলেন, “তোমরা আমাকে তোমাদের দলের একটি পতাকা আমাকে দিতে পারবে। আমি তোমাদের প্রার্থীর হয়ে গ্রামে ঘুরে ঘুরে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে চাই। প্রথমে ওরা একটু অবাক হয়ে গেলেও গোটা ঘটনা শোনার পর তারা আমার প্রস্তাবে রাজী হয়ে আমার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।”
তৃণমূলের পতাকা হাতে নিয়ে ছাতনি গ্রামের একনিষ্ঠ সিপিএম কর্মী বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থীকে ঘাসে উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি স্লোগান তোলেন-“খুনি বিজেপির মদতদাতা লোভী সিপিএম নেতাদের বুঝিয়ে দিন, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিন।”
Published on: মে ২, ২০১৮ @ ২১:৩৩