Published on: ফেব্রু ১৯, ২০২১ @ ১০:১৯
এসপিটি নিউজ: তুষারাবৃত লাদাখের শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এল ভারতীয় বায়ু সেনা। বায়ুসেনার বিশেষ বিমান তাদের গন্ত্যব্যে পৌঁছে দেওয়ার কাজ করছে। গতকালই বায়ু সেনার বিশেষ ইমানে লাদাখের শিক্ষার্থীদের তাদের পঠন-পাঠনের কাজে যোগ দেওয়ার জন্য পাদম জাংশকার উপ্ত্যকয়া থেকে লাদাখে পৌঁছে দিল।
ভারতীয় বায়ু সেনা জানিয়েছে, লাদাখে তাদের পঠন-পাঠন শুরু হচ্ছে।কিন্তু রাস্তায় তুষার জমে থাকায় শিক্ষার্থীদের পক্ষে সেখানে পৌঁছনো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে লাদাখের কেন্দ্র শাসিত প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় বায়ু সেনার কাছে অনুরোধ জানানো হয়েছিল যে তারা যেন শিক্ষার্থীদের সেখানে নির্বিঘ্নে পৌঁছে দেয়।
সেই অনুরোধ মেনে বায়ু সেনার বিশেষ বিমানে করে শিক্ষার্থীদের পাদম জাংশকার থেকে লাদাখে পৌঁছে দেওয়া হয়। এই ভ্রমণে শিক্ষার্থীরাও খুব খুশি।
Published on: ফেব্রু ১৯, ২০২১ @ ১০:১৯