পর্যটনের পথে ঝাড়গ্রামে গড়ে উঠবে ইকো পার্ক, প্রকাশ করা হল তারই নকশা

বন্যপ্রাণ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মার্চ ২৪, ২০১৮ @ ২২:০৬

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৪মার্চঃ পর্যটনের দিকে নজর দিয়েছে এখন পশ্চিমবঙ্গ সরকার। আর তারই অঙ্গ হিসেবে একের পর এক প্রকল্পকে সামনে নিয়ে আসছে। তেমনই এক প্রকল্প হল ইকো পার্ক। যা গড়ে উঠবে ঝাড়গ্রাম জেলায়। শনিবার সেই ইকো পার্কের নকশা প্রকাশ করলেন বন দফতরের কর্তারা।

বন অর্থাৎ অরণ্যকে রক্ষা করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের সময়ে যা খুব প্রয়োজন। যেভাবে চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে তা খুব উদ্বেগ জনক। এমনকি বিশ্ব জুড়ে সমানভাবে বহু প্রাণীকে রক্ষা করার জন্য নানা প্রকল্প নেওয়া হয়েছে।মাত্র কয়েকদিন আগেই তো কিনিয়ায় একটি পার্কে শেষ ‘নর্দান হোয়াইট মেল রাইনো’ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রাণীর বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণী বিজ্ঞানীরা এই নর্দান হোয়াইট রাইনো-কে বৈজ্ঞানিক উপায়ে যাতে বাঁচিয়ে তুলতে পারে সেই চেষ্টা শুরু করেছেন।

এখনও আমরা বেশিরভাগ মানুষ অরণ্য আর বন্যপ্রাণ সম্পর্কে অনেকটাই অজ্ঞ। আর তাই প্রাকৃতিক ভারসাম্য বিলোপ হতে চলেছে। এসব দিক খেয়াল রেখেই সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের বন দফতরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই একটা রূপ হল এই বন বান্ধব উৎসব। যার মাধ্যমে তারা বন বা অরণ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে চলেছেন। সেই বনকে ঘিরে যদি এমন কিছু একটা করা যায় মাধ্যমে মানুষ অরণ্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারে এবং আনন্দ লাভ করতে পারে। সেরকমই এক পরিকল্পনা হল ইকো পার্ক।     

বনদফতরের হাত ধরে ঝাড়গ্রাম শহরের জামদা এলাকায় তৈরি হতে চলছে ইকো পার্ক। অরণ্য সমৃদ্ধ এই পার্টি ঘিরে গড়ে উঠবে একটি পর্যটন স্থল। জলাশয়, বোটিং, বাটারফ্লাই গার্ডেন, ফুলের বাগান, ঔষধি গাছের বাগান সহ পার্কটিকে একটি প্রাকৃতিক চেহারায় হাজির করতে চলছে বনদফতর। অরণ্য বেষ্টিত এই ইকো পার্কে শিশু সহ সবাই যাতে স্বচ্ছন্দে ঘুরতে-ফিরতে পারেন তার জন্য ঘন গাছের সারির ভিতর দিয়ে সুন্দর রাস্তা করা হবে।

শনিবার ঝাড়গ্রাম জেলার প্রথম এবং রাজ্যের দ্বিতীয় বন বান্ধব উৎসবে ঝাড়গ্রাম শহরের জামদার প্রস্তাবিত ইকো পার্কের নকসা নকসা প্রকাশ করা হয়।বন দফতর সূত্রে জানা গিয়েছে, জামদা সার্কাস ময়দানের কাছে বন দফতরের প্রায় পাঁচ হেক্টর জমির উপক পার্কটি গড়ে উঠবে।শনিবার পার্কটির নকশা প্রকাশ করেন বন দফতরের আধিকারিকরা। এদিন ঝাড়গ্রামের গড়শালবনি ফুটবল মাঠে ঝাড়গ্রাম এবং খড়্গপুর বন বিভাগকে নিয়ে জেলাস্তরের বন বান্ধব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পাশাপাশি বন সুরক্ষা কমিটির মানুষদের মধ্যে চেক বিতরন করা হয়। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মন্ত্রী চূড়ামনি মাহাতো সহ বিধায়ক, বন দফতরের কর্তারা।

Published on: মার্চ ২৪, ২০১৮ @ ২২:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

53 − 44 =