জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলায় শহিদ দুই পুলিশ

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৯, ২০২১ @ ১৮:৫৩

এসপিটি নিউজ ডেস্ক:  ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা ঘটল। বাগাত এলাকার বরজুল্লায় প্রকাশ্যে ভরা বাজারের মধ্যে ঢুকে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। এলাকার সিসিটিভি-র ফুটেজ দেখে সেই ঘাতক জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই নিয়ে গত ১৬ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে মোট তিনটি জঙ্গি হানার ঘটনা ঘটল।

ভাইরাল হওয়া সিসিটিভি-র ফুটেজে যা দেখা গেছে

ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজে দেখা গেছে যে ওই জঙ্গি ফিরন পরে বরজুল্লা এলাকার সেই বাজারের ভিতর প্রবেশ করে। তার পরনের ফিরনের ভিতরেই সে এক-৪৭ রাইফেল সযত্নে রক্ষিত করে এগিয়ে যায়। একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় অনায়াসে। এরপর তাকে পালিয়ে যেতে দেখা যায়। এই সময় দোকানদের ভয়ে দোকানের ভিতর ঢুকে পড়তে দেখা গেছে। অনেকেই দোকান বন্ধ করে দেয়। সেনাবাহিনী ওই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে।

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এই আক্রমণ চালানোর সময় সন্ত্রাসবাদী আরেক পুলিশ সদস্যকেও গুলি করে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পরে দুই পুলিশ সদস্যকে স্থানীয়রা পুলিশের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যায়, সেখানে তারা আহত অবস্থায় চিকিৎসার সময় মারা যান। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শহীদ কনস্টেবল সোহেল আহমেদ এসএমএইচএস হাসপাতালে এবং পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক কনস্টেবল মহম্মদ ইউসুফ মারা যান।

তিন সন্ত্রাসী নিহত

এর আগে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীরা 2 বার মুখোমুখি হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে সোপিয়ানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ঘিরে ফেলেছিল। সকাল অবধি চলতে থাকা এক লড়াইয়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছিল। অপর এক মুখোমুখি লড়াইয়ে এসপিও মহম্মদ আলতাফ শহিদ হন। অপারেশনে সিলেকশন গ্রেডের কনস্টেবল মনজুর আহমেদও আহত হয়েছেন।

Published on: ফেব্রু ১৯, ২০২১ @ ১৮:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 78 =