
Published on: অক্টো ৮, ২০১৮ @ ২৩:০৪
এসপিটি নিউজ ডেস্কঃ হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় এখন তুষারপাত চলছে। বেশ কয়েকটি স্থানে বিশেষ করে উপরিভাগে বহু স্থানে এখনও বরফে আবৃত হয়ে আছে এলাকা। রোটাংপাসে যে ছবি সংবাদ সংস্থা তুলে ধরেছে তাতে রোটাংপাস থেকে বেরিয়ে আসা রাস্তা সাফ দেখিয়েছে। যদিও সেখানকার এলাকা কিন্তু আজও বরফে ঢাকা পড়ে আছে। এখন যদিও অফ সিজন। তাই সেভাবে পর্যটকের আধিক্য চোখে পড়েনি।
Published on: অক্টো ৮, ২০১৮ @ ২৩:০৪