Published on: মে ৪, ২০১৮ @ ১৯:৫৭
এসপিটি নিউজ ডেস্কঃ এর আগে তাদের দু’জনের মধ্যে কখনও সাক্ষাৎ হয়নি। তাই এবারের সাক্ষাৎ ঘিরে সবার মধ্যেই আগ্রহ ছিল। এর আগে তিব্বতী ধর্মগুরুর সঙ্গে বহু নামি খেলোয়াড় দেখা করেছেন। কিন্তু ক্রিকেটের ভগবান ধর্মশালায় খেলতে এলেও দলাই লামার সঙ্গে সেইসময় দেখা হয়নি। কিন্তু বৃহস্পতিবার সকালে ধর্মশালায় তাঁর সঙ্গে দেখা করে দলাই লামার আশীর্বাদ নেন মাস্টার ব্লাস্টার তেন্ডুলকর।
এদিন সকাল আটটা নাগাদ ধর্মশালায় ম্যাকলয়েডগঞ্জে তিব্বতী ধর্মগুরুর আশ্রমে গিয়ে দলাই লামার সঙ্গে দেখা করেন বিশ্বখ্যাত এই ক্রিকেটার।সেখানে তিনি প্রায় ৪৫ মিনিট সময় কাটান। যেখানে দলাই লামা ক্রিকেটের ভগনবান শচীন তেন্ডুলকরকে আধ্যাত্মিক জ্ঞান দান করেন।
শচীন বলেন, এর আগে তিনি আইপিএল ম্যাচ খেলতে ধর্মশালায় এলেও সেবার তিব্বতী ধর্মগুরুর সঙ্গে দেখা হয়নি। তাই তাঁর সঙ্গে দেখা করার একটা ইচ্ছে ছিলই। আজ তা পূরণ হল। দলাই লামার সঙ্গে সাক্ষাতের মুহূর্তটা জীবনে কোনওদিন ভোলা যাবে না বলেও জানান শচীন। এদিনের সাক্ষাতে সাম্প্রদায়িক সদ্ভাবনা ও শান্তির বিষয় নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়।এদিন শচীনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলিও।
এরপর শচীন ধর্মশালায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক ক্রিকেট মিউজিয়ামের শিলান্যাস করেন। একই সঙ্গে তিনি এখানে ইন্ডোর স্টেডিয়ামে তৈরি হওয়া সেন্টার অফ এক্সিলেন্স-এর উদ্বোধনও করেন।এখানে শচীনকে ফুলের স্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহিলা ক্রিকেটের যুব খেলোয়াড়রা। এই সময় তাঁর সঙ্গে ছিলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি আধ ঘণ্টা দেশের নবাগত ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান।শচীনকে সামনে দেখে পর্যটকদের মধ্যেও আলোড়ন তৈরি হয়।
শুক্রবার শচীন ধর্মশালায় অনুরাগ ঠাকুরের এক ড্রিম প্রোজেক্টের শুভারম্ভ করে মুম্বই-এর উদ্দেশে রওনা দেন।ছবি-দিব্য হিমাচল
Published on: মে ৪, ২০১৮ @ ১৯:৫৭