আজ থেকে গোটা রাজ্যে লকডাউন ৩১ মার্চ পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Main দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

  • এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,91, 947। মৃত্যু হয়েছে 17,138 জনের।
  • ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 523। মৃতের সংখ্যা 10

Published on: মার্চ ২৪, ২০২০ @ ১৬:৪০

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ মার্চ:  করোনা ভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে আজ থেকে গোটা রাজ্যেই লকডাউন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সারা দেশে 30টি রাজ্যে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। গতকাল থেকেই আমাদের পশ্চিমবঙ্গে জেলাগুলির পুরসভা এলাকাগুলিতে লকডাউন ঘোষণা  করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বিচার করে আজ থেকে তা গোটা রাজ্যেই করে দেওয়া হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকেই রাজ্যে করোনা ভাইরাসের প্রতিরোধে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ সকলের কথা চিন্তা করে তিনি বেশ কিছু সদর্থক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি একদিকে যেমন রাজ্যের খ্যাতনামা ডাক্তারদের পরামর্শ নিয়েছেন ঠিক তেমনই তিনি রাজ্যের সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। তাদের কথা মন দিয়ে শুনেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন নিরে স্বার্থে নিজের পরিবারের স্বার্থে আপনারা কয়েকটা দিন ঘরের ভিতর থাকুন। কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর আবেদন শুনলেও তা পালন করছেন না। তাই এবার বাধ্য হয়ে গোটা রাজ্যেই লকডাউন করার কথা ঘোষণা করে দিলেন। আর তা মেয়াদ বাড়িয়ে করা হল 31 মার্চ পর্যন্ত।

ভারতের আক্রান্তের সংখ্যা যে জায়গায়

আজ সকাল 10টা 50 মিনিট পর্যন্ত করোনা ভাইরাস নিয়ে যে শেষ আপডেট আমরা জেনেছি তাতে এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,91, 947। মৃত্যু হয়েছে 17,138 জনের। সুস্থ হয়ে ফিরে গেছেন 1,02,843। ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 523। মৃতের সংখ্যা 10।

Published on: মার্চ ২৪, ২০২০ @ ১৬:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 − 66 =