সিপিএমের গোডাউন থেকে প্রার্থী এনে পদ্মফুল চিহ্নে দাঁড় করিয়েছে বিজেপি, কটাক্ষ মানস ভুঁইয়ার

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                        ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ৪, ২০১৮ @ ২১:২৫

এসপিটি নিউজ, গোপীবল্লভপুর, ৪ মেঃ পঞ্চায়েত ভোটের দিনক্ষন নিয়ে আগামী মঙ্গলবার হাইকোর্টে পরবর্তী শুনানি হবে। কিন্তু রাজনৈতিক দল তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছে রাজ্যের যুযুধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস আর বিজেপি। শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে যেমন মানস ভুঁইয়া সভা করলেন ঠিক তেমনই শালবনীতে সভা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, রাজ্যে বিরোধী দলের কাজই হল তৃণমূলের নিন্নদা করা আর আদালতে গিয়ে মামলা করা। মানস ভুঁইয়া আবার বলেন, ৩৪ বছর ধরে যারা বাংলাকে শোষণ করেছে, ধ্বংস করে দিয়েছে, এখন সেই মার্কসবাদী কম্যিউনিস্ট পার্টির গোডাউন থেকে প্রার্থী তুলে এনে পদ্মফুল চিহ্নে দাঁড় করিয়েছে বিজেপি। তাই এদেরকে একটিও ভোট দেবেন না।

শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের জগন্নাথপুরে তৃণমূলের প্রার্থীদের হয়ে ভোট চাইতে এসেছিলেন সাংসদ মানস ভুঁইয়া। তিনি বলেন, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে স্কুলের ছেলে মেয়েদের সাইকেল দেওয়া চলছে। আমরা সব বিভেদ ভুলে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি দেখি না। আমাদের সরকার সবাইকে সাইকেল দিয়েছে। মুখ্যমন্ত্রী সব ধর্মের মানুষজনদের এক সাথে নিয়ে থাকতে চাই। আর বিজেপি বিভেদের রাজনীতি করছে। রাতের বেলায় পুলিশের পোষাক পরে এলাকার কংগ্রেস, ঝাড়খন্ড পার্টির নরেনের লোকজনদের মারধর করতো, মেরে মাটিতে পুঁতে রেখে দেওয়া হত।সেসব কি মানুষ ভুলে গেছে।

মানস ভুঁইয়া ক্ষোভের সঙ্গে বলেন, এরা আসলে দু’টাকা কেজি দরের চাল, কন্যাশ্রীর টাকা, সবুজ সাথী প্রকল্পের সাইকেল সহ বিভিন্ন প্রকল্প গুলিকে বন্ধ করে দিতে চাইছে। আবার সেই ছত্রিশগড় থেকে মাওবাদীদের নিয়ে এসে জঙ্গলমহলে অশান্তি করার চেষ্টা করছে। আগেকার সেই কালো দিন ফেরানোর চেষ্টা করছে। তাই বলছি একটাই প্রতিক, একটাই, নেত্রী, একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন।

শালবনীর সভায় দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, আন্দোলনের ফলে বাংলা থেকে সিপিএম আজ বিদায় নিয়েছে। দলীওয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের যারা প্রতীক পেয়েছেন তারাই দলের প্রার্থী। বাকিদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা আসনে প্রার্থী হওয়ার জন্য একাধিক আবেদন জমা পড়েছিল। তার মধ্যে বেছে একজনকেই প্রার্থী করা হয়েছে। তাই যারা প্রার্থী হয়ে পারেননি আপনারা প্ররথীর হয়ে প্রচার করুন। দল আপনার পাশে থাকবে। দলীয় প্রার্থীর হয়ে প্রচার করে বিজেপির কুৎসা আর অপপ্রচারের যোগ্য জবাব দিন। মনে রাখবেন, এ রাজ্যে বিরোধীদের একটাই কাজ, তা হল-তৃণমূলের নিন্নদা করা আর আদালতে গিয়ে মামলা করা। একই সঙ্গে সুব্রত বক্সী বলেন, পঞ্চায়েত নির্বাচন হবে। আর বিরোধী দলগুলির অশুভ আঁতাত ধ্বংস হবে।

Published on: মে ৪, ২০১৮ @ ২১:২৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 − = 19