তিন ঘন্টা পথ অবরোধ করে রাখল দুই দাঁতাল, এই অবরোধ ওঠায় কার সাধ্যি

বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৩১, ২০১৮ @ ১৯:৫৭

এসপিটি নিউজ,শানবনী, ৩১ মার্চঃ পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জুড়ে এখন শুধু বাঘ আর হাতির দৌরাত্ম্য।এখানে খবরের শিরোণাম জুড়ে শুধু তারাই। বাঘ নিয়ে এখানকার মানুষ যখন আতঙ্কে তটস্থ তখন দাঁতালের দল প্রতিদিনই জনজীবন বিপর্যস্ত করে তুলছে। শনিবার দুটি দাঁতাল গড়মাল-পাথরকুমকুমি রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। কার্যত সেটা পথ অবরোধের রূপ নেয়।প্রায় তিন ঘণ্টা পর দাঁতালগুলি জঙ্গলের ভিতর চলে যায়।

শনিবার বেলা ১১টা নাগাদ গড়মাল-পাথরকুমকুমি রাস্তার উপর চলে আসে দুটি দাঁতাল। এরফলে ঐ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকী পথ চলতি মানুষজন দাঁড়িয়ে যায়। দুপুর দুটো নাগাদ হাতি দুটি জঙ্গলের ভিতর চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন দাঁতালদের অবরোধ তোলার সাহস দেখায়নি কেউ।

শালবনী ব্লকের ৮নম্বর গড়মাল অঞ্চলের দহ, গড়মাল, খড়িকাশুলি, জগন্নাথপুর, খাসজঙ্গল, পাথরকুমকুমি সহ আশপাশের গ্রামগুলিতে দাঁতালগুলি দাপিয়ে বেড়াচ্ছে। হাতির তান্ডবে বোরো ধানের চাষের ক্ষতি হচ্ছে। মানুষের এখন নাজেহাল অবস্থা।

Published on: মার্চ ৩১, ২০১৮ @ ১৯:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + = 9