
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি- রামপ্রসাদ সাউ
Published on: জানু ৮, ২০১৮ @ ২০:০৮
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৮ জানুয়ারিঃ তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত পাঁশকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও বিজেপি নেতা আনিসুর রহমানকে সোমবার মেদিনীপুর আদালতে তোলা হয়। গ্রেফতার হওয়া আনিসুরের বিরুদ্ধে অভিযোগকারিনী তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ, বিয়ে না করে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, অপহরণ করে খুন করার চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে। আনিসুরের সঙ্গে তার এক সঙ্গী হাবিবুর রহমানকেও গ্রেফতার করেছে পুলিশ। দু’জনকে তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালত চত্বর থেকে বেরোনোর সময় আনিসুরকে স্থানীয় মহিলা সহ বাসিন্দারা ঝাঁটা-জুতো তুলে বিক্ষোভ দেখায়।
পুর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও পাঁশকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান। সবং উপ-নির্বাচনে গত ১৫ ডিসেম্বর বিজেপির প্রচার মঞ্চে গিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।তার বিরুদ্ধে অভিযোগ, তমলুকের বাসিন্দা এক তরুণীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি ঐ তরুণী মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ায় এক ছাত্রী নিবাসে থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার সকালে সে কয়েকটি ঘুমের বড়ি খায়। যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে মেদিনীপুরে প্রথমে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে কোতয়ালী থানার পুলিশকে ঐ তরুণী জানায় আনিসুরের সঙ্গে তার সম্পর্কের কথা। ঐ তরুণীর অভিযোগ, আনিসুর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। বিয়ে না করে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এমনকী, অপহরণ করে খুন করার চেষ্টা করেছে। এইসব অভিযোগ পাওয়ার পরই ঐ তরুণীকে দিয়ে ডেকে আনা হয় আনিসুরকে। আট ঘণ্টা জেরা করার পর রাত দুটো নাগাদ গ্রেফতার করা হয় আনিসুরকে।
মেদিনীপুর আদালতে আনিসুর ও তার সঙ্গী হাবিবুরকে তোলা হলে বিচারক সমস্ত অভিযোগ শোনার পর দু’জনকে তিনদিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে।বেরোনোর সময় এদিন ফের স্থানীয় মহিলারা ঝাটা-জুতো হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
Published on: জানু ৮, ২০১৮ @ ২০:০৮