ট্রেন চালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চন্দ্রকোনার মানুষ

Main রাজ্য রেল
শেয়ার করুন

Published on: আগ ২৬, ২০২০ @ ০০:০০

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট:  গেট ম্যানের ভুলে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত আজ চন্দ্রকোনা রোডে। শুধু মাত্র ট্রেন চালকের তৎপরতার জন্য তা হল না।

সূত্রের খবর, খড়্গপুর-আদ্রা রেল লাইনের মাঝে চন্দ্রকোনা রোড স্টেশন।ওই স্টেশনে ঢোকার আগেই রয়েছে কদমডিহা এলাকায় রেলগেট। যেখান দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক যাতায়াত করে এবং ওই রেল গেট পেরিয়ে বহু মানুষ সাইকেল মোটর বাইক নিয়েও যাতায়াত করেন।

মঙ্গলবার আচমকা একটি ট্রেন চলে আসে। সেইসময় প্রচুর মানুষ রেল গেট পার হচ্ছিলেন। চলাচল করছিল একাধিক গাড়ি। ট্রেন চালক পরিস্থিতি বুঝে ট্রেনটিকে থামিয়ে দেন। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সকলে।

মানুষ যাত্রা শুরু করে আচমকা একটি ট্রেন চলে আসে কিন্তু রেল গেট খোলা অবস্থায় থমকে দাঁড়ায় রেলের চালক, যার ফলে অল্পের জন্য প্রাণে বাঁচেন শতাধিক মানুষ।সেই সময় একটি ট্রাক দুটি ছোট গাড়ি একটি পিকআপভ্যান এবং ১৬ টি মোটরবাইক যাতায়াত করছিল।

ওই সময় গেট কেন খোলা ছিল তা এখনো জানা যায়নি। তবে গেটম্যান বলেন, “আমার কাছে ট্রেন আসার কোনও সিগন্যাল আসেনি, তাই আমি গেট খোলা রেখে ছিলাম।” কিন্তু গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় কেন ট্রেন আসার সময় গেট খোলা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রেলের জবাব অবশ্য পাওয়া যায়নি।

Published on: আগ ২৬, ২০২০ @ ০০:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 76 = 84