Published on: ডিসে ১৫, ২০২২ @ ০০:৩৯
এসপিটি নিউজ, কলকাতা, ১৪ ডিসেম্বর: কলকাতায় আজ ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র দ্বি-মাসিক মিটিং অনুষ্ঠিত হতে চলেছে। টাফি’র চেয়ারম্যান (পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি জানিয়েছেন-“এদিনের মিটিং-এ পর্যটন বিষয়ে বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে।
পর্যটন শিল্পে ইতিমধ্যে টাফি বেশ কয়েকটি দায়িত্ব পালন করেছে। বেসামরিক বিমান চলাচল, হোটেল, ভ্রমণ বিষয়ে ইতিমধ্যে টাফি সক্রিয় ভূমিকা রেখেছে। এদিনের দ্বি-মাসিক মিটিং-এ এমন আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে।
এদিন মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে টাফি’র মিটিং-কে ঘিরে পর্যটন ও ভ্রমণ শিল্পে জড়িত ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। বিশেষ করে করোনা মহামারীর পর পর্যটন শিল্পকে আরও গতিময় করতে টাফি বিশেষ ভূমিকা নিয়েছে। সেই অনুযায়ী এদিনের মিটিং-এ যৌথ ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম, শিল্প সমস্যা, ফ্যাম ট্রিপ ঘোষণা সহ অন্যান্য বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে।
টাফি’র চেয়ারম্যান (পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন –এদিন টাফি’র দ্বিমাসিক মিটিং-এর পর দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর উপস্থাপনা হবে। যার মধ্যে একটি থাই এয়ারওয়েজ এবং অপরটি ভিসাস। আগামী ১ জানুয়ারি, ২০২৩ কলকাতা থেকে পুনরায় থাই এয়ারওয়েজ তাদের কলকাতা-ব্যাঙ্কক পরিষেবা চালু করছে। এদিন সেই নিয়ে একটি উপস্থাপনা করা হবে। ঠিক তেমনই ভিএফএস ভিসাস-এর উপর একটি উপস্থাপনা দেবে। এই আলোচনার মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয় বেরিয়ে আসবে বলে মনে করছে পর্যটন শিল্প মহল।
Published on: ডিসে ১৫, ২০২২ @ ০০:৩৯