কলকাতায় টাফি’র মিটিং-এ পর্যটন-ভ্রমণ ব্যবসাকে মজবুত করার পরিকল্পনা

দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ ডিসেম্বর:  পর্যটন ও ভ্রমণ ব্যবসা নিয়ে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি বরাবরই ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে। কোভিড মহামারীর সময় পর্যটন শিল্পকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে সব দিক বজায় রেখে বিমান পরিষেবা কিংবা দেশের অভ্যন্তরে ভ্রমণ ব্যবসা সচল রাখা যায় সেদিকে নজর দিয়েছে টাফি। কলকাতায় টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এ বিষয়ে প্রতি মুহূর্তে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন। এমনকি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলির সঙ্গেও তার যোগাযোগের ফল মিলেছে। সেই ধারাকে বজায় রেখে আজ কলকাতায় কেনিলওয়ার্থ হোটেলে অনুষ্ঠিত টাফি’র  দ্বি-মাসিক মিটিং-এ উঠে এল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে পর্যটন-ভ্রমণ ব্যবসাকে আরও মজবুত করার পরিকল্পনা সামনে উঠে এসেছে।

পর্যটন ও ভ্রমণ ব্যবসায় বড় ভূমিকা নিতে পারে যৌথ ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম- অনিল পাঞ্জাবি

টাফি’র চেয়ারম্যান (পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি মিটিং-এ সেকথাই আলোচনা করেছেন। সব থেকে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় সামনে এসেছে তা হল- যৌথ ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম। অনিল পাঞ্জাবি বলেন- “আমাদের যারা এজেন্ট আছেন যারা টাফি’র সদস্য তারা ব্যবসা করার জন্য আইএটিএ বা আয়েটা থেকে লাইসেন্স করতে পারেন। লাইসেন্স করা থাকলে এয়ারলাইন্স থেকে ক্রেডিট পাওয়া যায়। ক্রেডিট বেশি দিনের জন্য পাওয়া যায় না কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হয় না কিছু সময় পাওয়া যায়। এর ফলে আপনি বিজনেস ডিলিং করতে পারেন। ওখানে এয়ালাইন্স একটু কড়াকড়ি করে যে যত টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেবেন তত টিকিট আপনি পাবেন। আবার আপনাকে রিফিল করতে হবে। একটি টিডিএস অ্যাফেয়ার আছে। অল ইন্ডিয়া অনেক বছর আগে থেকে এটি শুরু করেছে।  সমস্ত এজেন্ট মিলিয়ে আয়েটাকে অ্যাপ্রোচ করেছে , তারা সেটা পাশ করেছে।“

“কিছু এজেন্টস কলকাতা থেকে করেছে। ঠিক করা হয়েছে যে প্রত্যেক জুনে যাতে এটা করা যায়। সেখানে বলা হয়েছে যে আমাদের জয়েন্ট ব্যাঙ্ক গ্যারান্টিতে অ্যাডমিট করুন। সেই মতো হেড অফিসে গিয়ে কথা বলে আসা হয়েছে। তারা বলেছে যে আবার খুলবে এপ্রিলে। যদি আপনাদের এজেন্টদের প্রোফাইলে সুনাম ঠিক থাকে তাহলে আপনি সুপারিশ  করবেন আমরা সেটা অনুমদন করে দেব। তাই এজন্য আজ একটা এজেন্ডা রাখা হয়েছিল যে জয়েন্টলি যদি এটা করা যায় তাহলে আপনার ব্যবসা বাড়বে, সিকিউরিটি বাড়বে, টাফি’র ছাতার তলায় থাকবেন । অনেক কাজ হবে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল।“ যোগ করেনটাফি’র চেয়ারম্যান।

তেজপুরের গ্রিন উড রিসর্টে হতে পারে ফ্যাম ট্রিপ

এদিন আরও এক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। সেটা হল আসামের তেজপুরের গ্রিন উড রিসর্ট। টাফি’র চেয়ারম্যান (পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি বলেন- “ওরা চাইছে এটি যাতে প্রমোট করা হয়। সেজন্য অনুরোধ রাখা হয়েছে যে মিডিয়া পার্সন ও এজেন্ট মিলিয়ে একটা ফ্যাম ট্রিপে ওখানে যদি করা হয়। সেখানে গিয়ে দেখতে হবে, তবেই সেটা ঠিক ভাবে প্রমোট করা যাবে। ওরা তাতে রাজী হয়েছে। তাই তারা ফ্যাম ট্রিপের যদস্যদের সেখানে খাবার, হোটেল, জায়গা, সাইট সিন সব কিছু ওরাই স্পনসর্ড করবে। যাতায়াত ছাড়া বাকি সবটাই করবে। ওখানে ল্যান্ড হয়ে গেলে ওরা দায়িত্ব নিয়ে নেবে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আমরা সাড়া পেয়েছি। এবার তাই প্রত্যেক সদস্যদের কাছে একটা মেইল যাবে। এরপর আমরা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলব।দেখব, কত ডিসকাউন্ট করা যায়, কত ফ্রি করা যায়। এরপর আমরা ওদের বলতে পারব, যে আমরা টিকিট বুকিং করেছি। এই দিনে আমরা আসছি। তখন ওরা সেই মতো সব কিছুর ব্যবস্থা করবে। কোভিডের পর অনেক ডোমেস্টিক ট্রাভেল স্টার্ট হয়েছে। এটা ডোমেস্টিক সেকটর আছে।“

এদিনের মিটিং-এ হাজির ছিল থাই এয়ারওয়েজ ও ভিসা ফেসিলেশন সার্ভিস বা ভিএফএস। সাম্প্রতিককালে নতুন কি কি যোগ হয়েছে কিংবা কি ধরনের পরিষেবা চালু হয়েছে সেই সম্পর্কে এজেন্টদের অবহিত করতে একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দিয়েছে এই দুই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে তাদের সম্বর্ধিত করা হয়।

একই সঙ্গে এদিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং বড় দিন ও নতুন বছরের উৎসবের আবহে কেক মিক্সিং-এর এক অনবদ্য আয়োজন রাখা হয়েছিল। সেখানে টাফি’র সদস্যদের পাশাপাশি ভিএফএস, এয়ারলাইন্স, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, স্পাইস জেট, ইন্ডিগো, থাই এয়ারওয়েজ -এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন