টানা ৫৪-ঘণ্টার এনকাউন্টার শেষ কুপওয়ারায়, হত ২ জঙ্গি, শহীদ ৬ জওয়ান

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১৮:৪৮

এসপিটি নিউজ, শ্রীনগর, ৩ মার্চঃ  রোববার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। টানা তিনিদিন ধরে প্রায় ৫৪ ঘণ্টা ধরে চলতে থাকা এনকাউন্টার আজই শেষ হয়েছে। এদিকে, সংঘর্ষের প্রথম দিনে আহত সিআরপিএফ জওয়ান শনিবার রাতে মারা যান। এই নিয়ে নিরাপত্তা বাহিনীর ছয়জন জওয়ান শহীদ হয়েছেন। এর মধ্যে চারজন সিআরপিএফ কর্মী এবং দুইজন জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য।

গোয়েন্দা দফতর সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হান্দওয়ারার ক্রালগুন্দের অন্তর্গত বাবা গুন্দের এলাকায় জড়ো হওয়া জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তখনই একটি ঘরের মধ্যে ঘাপটি মেরে থাকা এক জঙ্গি গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনী তখন বিস্ফোরণ ঘটিয়ে ঘরটি উড়িয়ে দেয়। এরপর জওয়ান যখন সেই জঙ্গি মরে গেছে ভেবে সেদিকে এগিয়ে যায় আর তখনই সেদিক থেকে ঝাঁকে ঝাঁকে জঙ্গিরা ওই জওয়ানকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এর মধ্যে ১০জন জওয়ান জখম হয়। এরপরই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্দগ করে দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সমানে যুদ্ধবিরতি নিয়ম লঙ্ঘন করে চলেছে। শনিবার রাতেও সীমান্তবর্তী গ্রামের বস্তিতে মর্টার ছুঁড়েছে। যার ফল সেখানে বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনা কর্মকর্তা জানান, পাকসেনা গত এক সপ্তাহে পুঞ্চ, কৃষ্ণা ঘাঁটি এবং নৌশেরা সেক্টরে গত এক সপ্তাহ ধর , সমানে গুলি চালিয়ে গেছে। ভারতীয় সেনা এর উপযুক্ত জবাব দিয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে, পাকিস্তান ৬০ বার যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করেছে। এতে প্রায় ৭০জন গ্রামবাসী আহত হয়েছে। একজন মহিলা সহ নয়জন মানুষ মারা গেছে।

এ পর্যন্ত দুই পুলিশ কর্মীর দেহ সনাক্ত করা গেছে তারা হলেন- নাসির আহমেদ খোলি এবং গুলাম মুস্তফা। দুই সিআরপিএফ জওয়ান হলেন-ইনস্পেক্টর পিন্টু এবং কনস্টেবল বিনোদ। আর এক জন হলেন ওয়াসিম আহমেদ মীর যার বুলেট লেগেছিল তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

Published on: মার্চ ৩, ২০১৯ @ ১৮:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 25