জুতোর মালা পরিয়ে ওঠবোস করানো মহিলার পাশে দাঁড়াল কংগ্রেস, বিজেপি

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২০, ২০১৮ @ ২১:৩০

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২০ মেঃ আপনি নির্ভয়ে থাকুন। আপনার পাশে বাংলার মানুষ আছে। এটা আপনার অপমান নয়, গোটা বাংলার মহিলাদের অপমান। তৃণমূলের যে সব নেতা-কর্মী এই কুকীর্তি করেছে, আমরা তাদের কড়া শাস্তি চাই। ওদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এভাবেই মেদিনীপুরের কনকাবতী গ্রামের সেই নির্যাতিতা মহিলাকে আশ্বস্ত করে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলে কংগ্রেস ও জেলা বিজেপি নেতৃত্ব।

তবে এদিন বিজেপির থেকে বেশি নজর কাড়ে কংগ্রেসের প্রতিনিধিরা। জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়ের নেতৃত্বে এদিন কনকাবতী গ্রামে হাজির হয়েছিলেন দলীয় কর্মীরা। নির্যাতিতা সেই মহিলা কবিতা দাসের সঙ্গে দেখা করে কংগ্রেসের নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সরব হন। যেখানে লেকা ছিল-“ছাপ্পা প্রতিবাদে মহিলাকে চরম লাঞ্ছনা মেদিনীপুরের গণতন্ত্রের লজ্জা। ছিঃ” আবার লেখা ছিল-“অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাই।” “মহিলা মুখ্যমন্ত্রী মহিলা নির্যাতিতা গণতন্ত্রের লজ্জা।”

এদিন কবিতা দাসের বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে যান বিজেপির জেলা নেতারাও। যে দলে ছিলেন জেলা সভাপতি শমিত দাস, সাধারণ সম্পাদক অরূপ দাস প্রমুখ।

ভোটের দিন ছাপ্পা ভোটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলেরই বিদায়ী পঞ্চায়েত সদস্যের স্ত্রী এই কবিতা দাসকে। সেওসম্য তিন এক তৃণমূল কর্মীকে জুতো দেখিয়েছিলেন। আর তারই মাশুল দিতে হলে দলের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে গলায় জুতোর মালা পরে  ৩০০ বার ওঠবোস করে।

ইতিমধ্যে অভিযুক্ত লক্ষী কুইল্যা সহ চারজনের বিরুদ্ধে ঐ নির্যাতিতা মহিলা কবিতা দাস গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেছে।

Published on: মে ২০, ২০১৮ @ ২১:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1