সংবাদদাতা– কৃষ্ণা দাস
Published on: অক্টো ১, ২০১৮ @ ২৩:২১
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১অক্টোবরঃ বিজেপির ধর্মীয় বিভাজন আর সিপিএমের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে এলাকার মানুষের জনচেতনা বাড়াতে সোমবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস এক বাইক মিছিল বের করে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিছিলে প্রায় তিন হাজার যুব কর্মী-সমর্থক অংশগ্রহণ করে।
শিলিগুড়ির চটহাট থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত প্রায় ৪০কিলোমিটার বাইক মিছিলটি পরিক্রমা করে। মিছিল শেষে যুব সভাপতি বিকাশ সরকার অভিযোগ করেন, বিজেপি রাজ্যে একটা ধর্মীয় বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে। তার আরও অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য গরিব মানুষদের দাবি পূরণ করতে পারছে না। পুরনিগমে গৃহনির্মা্ণ প্রকল্প নিয়ে দুর্নীতির কারণে গরিবরা অবহেলিত। তাছাড়া শিলিগুড়ি মহকুমা পরিষদের বাম পরিচালিত বোর্ড গ্রামীণ এলাকায় কোনও উন্নয়ন করতে পারছে না। আর সে কারণেই এই জেলার মানুষদের জনচেতনা বাড়াবার লক্ষ্যে জন সচেতনার মিছিলের ডাক দেওয়া হয়।
Published on: অক্টো ১, ২০১৮ @ ২৩:২১