তিস্তায় ‘রোমাঞ্চকর খেলা’য় নেমে তলিয়ে গেলেন মাঝবয়সী মহিলা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: অক্টো ১, ২০১৮ @ ২১:৩৬

এসপিটি নিউজ, কালিম্পং, ১ অক্টোবরঃ ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ বা রোমাঞ্চকর খেলা যে সবার জন্য নয়-তা আরও একবার প্রমাণ হল সোমবার তিস্তার দুর্ঘটনায়। র‍্যাফটিং করতে নেমে তিস্তার জলে বেসামাল হয়ে পড়ে গিয়ে স্রোতের টানে তলিয়ে গেলেন মাঝবয়সী এক মহিলা। কালিম্পং-এর মাল্লিতে তিস্তা নদীতে আচমকা এমন দুর্ঘটনায় মহারাষ্ট্র থেকে আসা পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিকিম থেকে ঘুরে তারা কালিম্পং হয়েই ফিরছিলেন। কিন্তু শেষ মুহূর্তের আনন্দ তাদের কাছে নিরানন্দ হয়ে উঠল।

পুলিশ জানিয়েছে, গত ২৬শে সেপ্টেম্বর মহারাষ্ট্র থেকে ২০জনের একটি দল সিকিম বেড়াতে যায়। সেই দলেই ছিলেন কল্পনা জাঠি ও তাঁর স্বামী অশোক রাঠি।চারদিন ধরে তাঁরা সিকিমের গ্যাংটক, পেলিং সহ একাধিক জায়গায় পর্যটনের পর এদিনই সকালের দিকে তারা দার্জিলিংয়ের পথে নেমে আসেন।

সেই সময় কালিম্পং-এ এসে গোটা দলটি তিস্তায় র‍্যাফটিং করবে বলে সিদ্ধান্ত নেয়। তিস্তায় এধরনের ‘রোমাঞ্চকর খেলা’ হয়ে থাকে। যাতে পর্যটকরা অংশ নিয়ে থাকেন। জানা গেছে, তাঁদের মধ্যে ১৮জন র‍্যাফটিংয়ের জন্য তিনটি বোট ভাড়া নেয়। এবং র‍্যাফটিং শুরু হতেই সেই সময় একটি বোট থেকে হঠাৎ বেসামাল হতেই জলে পড়ে যান কল্পনাদেবী। তাদের সঙ্গে থাকা গাইড তাঁর লাইফ-জ্যাকেট ধরে বাঁচানোর চেষ্টা করলেও জলের স্রোত বেশি থাকায় নিমেষেই তলিয়ে যান তিনি।

এরপর খবর যায় কালিম্পং থানায়। পরে পুলিশ ও ডুবুরি এসে নদী থেকে কল্পনাদেবীকে উদ্ধার করে প্রথমে মাল্লি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Published on: অক্টো ১, ২০১৮ @ ২১:৩৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

62 − = 61