
সংবাদদাতা– কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২১:০৬
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ ছেলের সঙ্গে স্থানীয় এক যুবকের বচসা শেষে হাতাহাতির চেহারা নেয়। ছেলে মার খাচ্ছে দেখে ঘর থেকে বেরিয়ে আসেন বাবা। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও। সেইসময় আক্রমণকারী যুবক ও তার সাঙ্গপাঙ্গদের হাতে আক্রান্ত হন তিনিও। আর সেইসময় কাটা যায় তার কান। শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ এই ঘটনায় ভরত দাস নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
জানা গেছে, বিশ্বকর্মা পুজোর রাতে শহীদ কলোনি এলাকায় স্থানীয় দুই যুবকের মধ্যে মারপিট হয়।স্থানীয় যুবক দুলাল বর্মনের সঙ্গে ভরত দাসের।পরে তা হাতাহাতির চেহারা নেয়। সেইসময় ছেলে দুলালকে মারধর করা হচ্ছে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বাবা নব বর্মন। অভিযোগ, সেই সময় ভরত দাস সহ তার সাঙ্গপাঙ্গরা দুলাল বর্মনের বাবা নব বর্মনকেও ব্যাপক মারধর করে। আর তখনই ভরত দাসের বাঁশের আঘাতে নববাবুর কানে প্রচন্ড জোরে আঘাত লাগে।কেটে যায় কান।
এরপর এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন নব বর্মন এবং দুলাল বর্মন।দু’জনেই বর্তমানে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ২১:০৬